মসনদের লড়াইরাজ্যের খবর

৪ কেন্দ্রের উপনির্বাচনে কড়া নিরাপত্তা, মোতায়েন ৭০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী

4 Central by-elections tight security, deployment of 70 companies of central forces

The Truth of Bengal : লোকসভা ভোটের রেশ মিটতে না মিটতেই রাজ্যের চারটি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। তবে উপনির্বাচন হলেও নিরাপত্তায় কোনও খামতি রাখছে না নির্বাচন কমিশন। সদ্য হয়ে যাওয়া লোকসভা নির্বাচনে বিপুল সংখ্যক কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছিল রাজ্যে। এবার এই চার কেন্দ্রের উপনির্বাচনে মোতায়েন করা হচ্ছে মোট ৭০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। তার মধ্যে রায়গঞ্জে থাকছে ১৬ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, রানাঘাট দক্ষিণে মোতায়েন ১৯ কোম্পানি বাহিনী, বাগদায় থাকছে ২০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, মানিকতলায় মোতায়েন থাকছে ১৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী।

৭০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর মধ্যে সিআরপিএফ থাকবে ১৪ কোম্পানি, বিএসএফ ১৯ কোম্পানি, সিআইএসএফ ১০ কোম্পানি, আইটিবিপি ১৪ কোম্পানি এবং এসএসবি ১৩ কোম্পানি। নিরাপত্তা কড়াকড়ি করতেই এমন সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন।

সব পোলিং স্টেশনেই সেন্ট্রাল আর্মড পুলিশ থাকবে। থাকবে রাজ্য পুলিশও। ৭০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ছাড়াও ১৪৭ সেকশন কিউআরটি থাকছে। মানিকতলা বাদে বাকি তিন জায়গায় অতিরিক্ত ২ সেকশন কিউআরটি থাকছে। রায়গঞ্জে থাকবে ৩৮, রানাঘাট দক্ষিণে ৩০, বাগদায় ৩০, মানিকতলায় ১৪৭।  চার কেন্দ্রের জন্য মাইক্রো অবজারভার থাকবে যথাক্রমে রায়গঞ্জে ১৬, বাগদায় ২৫, রানাঘাট দক্ষিণে ৫০ এবং মানিকতলা ২১। চার কেন্দ্রে স্পর্শকাতর বুথের সংখ্যা যথাক্রমে বাগদায় ৩৯, মানিকতলায় ২১, রানাঘাট দক্ষিণে ৬২ এবং রায়গঞ্জে ২০। সদ্য হয়ে যাওয়া লোকসভা নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী দিয়ে মুড়ে ফেলা হয়েছিল গোটা বাংলা। সব রাজ্যের মধ্যে সবচেয়ে বেশি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছিল এই রাজ্যে। মাত্র কয়েকদিন পর রাজ্যের চার কেন্দ্রের উপনির্বাচনেও থাকছে বিপুল সংখ্যক কেন্দ্রীয় বাহিনী। কড়া নিরাপত্তার মধ্যে ভোট করতে চাইছে নির্বাচন কমিশন।

 

 

Related Articles