নদিয়া থেকে উদ্ধার ৩৭ লক্ষ টাকা, পুলিশের জালে গ্রেফতার ১
37 lakh rupees recovered from Nadia, 1 arrested in police net

The Truth Of Bengal, নদিয়া :ফের বড়সড়ো সাফল্য পেল রানাঘাট থানার পুলিশ। নদীয়ার গাংনাপুর থেকে উদ্ধার প্রচুর নগদ টাকা। ঘটনার সঙ্গে জড়িত থাকায় সন্দেহজনক এক ব্যক্তিকে আটক করে পুলিশ । কোথার থেকে এবং কেন অত টাকা আনা হচ্ছে তা খতিয়ে দেখছে পুলিশ ৷ এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায় ।
পুলিশ সূত্রের খবর , মঙ্গলবার রাতে গাংনাপুর থানার পুলিশের পক্ষ থেকে নাকা চেকিং চালানো হয় । আর সেই সময় সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করে গাংনাপুর থানার পুলিশ।তার বাইক তল্লাশি করে প্রায় ৩৭ লক্ষ টাকা উদ্ধার করে পুলিশ। ঘটনায় রানাঘাট পুলিশ জেলার উচ্চ পদস্থ আধিকারিকরা পৌঁছে যায় ।
ধৃত ব্যক্তির নাম বাপ্পা সরকার । তবে এই বিপুল পরিমাণ টাকা সে কোথায় নিয়ে যাচ্ছিল এবং কার থেকেই বা পেয়েছিল তার তদন্ত ইতিমধ্যে শুরু করেছে গাংনাপুর থানার পুলিশ। মঙ্গলবার ওই ধৃত ব্যক্তির কে রানাঘাট মহকুমায় ফৌজদারি আদালতে তোলা হবে । এই তল্লাশি অভিযানে বিপুল পরিমাণ টাকা উদ্ধারের ঘটনায় যথেষ্টই সাফল্য বলে মনে করছে রানাঘাট পুলিশ জেলা।
Free Access