
The Truth Of Bengal, কৈলাস বিশ্বাস, বাঁকুড়া:- ফের ভাঙ্গন বঙ্গ বিজেপিতে। পদ্ম শিবির ছেড়ে তৃণমূল যোগ দিলেন ৩০টি পরিবার। বাঁকুড়া ১ নম্বর ব্লকের, জগদল্লা ১ গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত জামমনী গ্রামে প্রায় ৩০টির বেশি পরিবার পদ্ম শিবির ছেড়ে নাম লিখালো ঘাসফুলে। শুক্রবার ধলডাঙ্গা মোড়ে আগামী 10ই মার্চ তৃণমূলের ব্রিগেডে যে জনগর্জন সভা রয়েছে তারই প্রচার মঞ্চে তৃণমূলের ব্লক সভাপতি হাত ধরে এই যোগদান কর্মসূচি অনুষ্ঠিত হলো।
রাজনৈতিক ভাবধারা যদি কারোর কাছে আদর্শ হয়, তাহলে আজ এ দল, কাল ওদলে কেন। রাজনৈতিক ভাবধারা? নাকি সুবিধাভোগ? কি উদ্দেশ্য এই বিষয় নিয়ে বারে বারে উঠছে প্রশ্ন।
তবে প্রসঙ্গত বিজেপির দ্বিচারিতায় অতিষ্ঠ হয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন যজ্ঞে তারা সামিল হতে চাওয়ার জন্যই তাদের এই যোগদান,এমনটাই জানাচ্ছেন যোগদানকারীরা। লোকসভা ভোটের আগে এই দল বদল যথেষ্টই তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ।
FREE ACCESS