আসানসোল শিল্পাঞ্চলে জামতাড়া গ্যাংয়ের দাপট, ৩ সন্দেহভাজন গ্রেফতার
3 suspects of Jamtara gang arrested

The Truth of Bengal: আসানসোল শিল্পাঞ্চলে জামতাড়া গ্যাংয়ের দাপট বাড়ছে। আবারও সাইবার প্রতারণার অভিযোগ, হীরাপুর থানা এলাকায়। পুলিশের হাতে গ্রেফতার ৩ সন্দেহভাজন। অভিযুক্তদের কাছ থেকে উদ্ধার হয়েছে লক্ষাধিক টাকা। মিলেছে ডেবিটও ক্রেডিট কার্ড। সাইবার জালিয়াতি বন্ধে পুলিশের তত্পরতা জারি আছে। আসানসোল থেকে ঝাড়খণ্ডের জামতারার দূরত্ব ৪০ কিলোমিটার।আর সেই জামতারা, হল ‘সাইবার অপরাধীদের আঁতুরঘর’।প্রায়শই এই জামতারা গ্যাংয়ের দৌরাত্ম্য দেখা যায়।এবার হিরাপুর থানার পুলিশ অভিযোগ চালিয়ে ৩জন কুখ্যাত অপরাধীকে গ্রেফতার করল।ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে লক্ষাধিক টাকা।মিলেছে ডেবিট ক্রেডিট কার্ড।বলা যায়,সাইবার অপরাধীরা অনেক সময় ছক বদলে প্রযুক্তির কারচুপি করে টাকা হাতিয়ে নেয়।সেই ঘটনার আবারও নজির মিলল।এবার হিরাপুর থানার পুলিশ ফাঁস করল জালিয়াতির ভয়ঙ্কর ঘটনা। যাঁরা শত শত মানুষের সঙ্গে অসংখ্য টাকা হাতিয়ে হাত পাকায়।
ইসমাইলের ষষ্ঠীনগরে বাড়ি ভাড়া নিয়ে ডেরা গাড়ে।সেই ডেরা থেকেই সাইবার তস্কররা নানা ফন্দি আঁটতো। কখনও মোটা টাকার প্রলোভন দেখিয়ে ঠগবাজি করত কখনও আবার কাজ দেওয়ার নাম করে নগদ লুঠ করত।হাইটেক জালিয়াতরা প্রথমে ব্যাঙ্কের অ্যাকাউন্ট,এটিএম কার্ড বা গ্যাসের কানেকশন দেওয়ার নাম করে কেওয়াইসি চাইতো।তারপর ওটিপি চেয়ে সব তথ্য হাতিয়ে নিত। এরপর ব্যাঙ্ক থেকে টাকা লোপাট করে দিত।সেই চক্রের কিনারা করে পুলিশ এখন বড়সড় সাফল্য পেল বলা যায়। গোপন সূত্রে খবর পেয়ে হিরাপুর থানার টাউন অফিসার রাজেশ ভট্টাচার্য একটি টিম নিয়ে ষষ্ঠীনগরে একটি বাড়িতে হানা দেন। হাতেনাতে পুলিশ ধরে ফেলে চক্রের তিন কুচক্রীকে ।
আসানসোলের জামুড়িয়া থানার ডোবরানা গ্রাম থেকে ধরা হয় বিনোদ পাত্র, ঝাড়খণ্ডের জামতাড়া জেলার নারায়নপুর থানার পাত্রডিহি গ্রাম থেকে পাকড়াও করা প্রদুম যাদব ও সন্তোষ যাদকেব। ধৃতদের কাছ থেকে পুলিশ ৮ টি মোবাইল ফোন, লক্ষাধিক টাকা, ৮ টি ডেবিট কার্ড, ২টি ক্রেডিট কার্ড এবং একটি মোটরবাইক উদ্ধার করেছে। ধৃতদের বিরুদ্ধে ভারতীয় দন্ডবিধির ৩৭৯, ৪১৯, ৪২০, ৪৬৫, ৪৬৭, ৪৬৮, ১২০/বি ও ৩৪ নং ধারায় মামলা করা হয়েছে। এই জালিয়াতির শিকড়ে পৌঁছাতে পুলিশ লাগাতার জেরা শুরু করেছে। আন্তঃরাজ্য সাইবার প্রতারণার কিনারা করতে প্রয়োজনে ভিনরাজ্যেও যোগাযোগ করতে পারে পুলিশ।