নদিয়ায় পুলিশের জালে ধরা পড়ল ৩ বাংলাদেশি অনুপ্রবেশকারী
3 Bangladeshi infiltrators caught in police net in Nadia

Truth Of Bengal:মাধব দেবনাথ, নদিয়া: নদিয়ার ধানতলা থানার পুলিশ সীমান্তবর্তী এলাকায় তল্লাশি চালিয়ে গ্রেফতার করল তিন বাংলাদেশি অনুপ্রবেশকারীকে। ধৃতদের নাম রূপা বেগম, মহাম্মদ আলম এবং মনিরা বেগম। পুলিশের প্রাথমিক তদন্তে উঠে এসেছে, তারা কয়েক মাস আগে এক ভারতীয় দালালের সহায়তায় বেআইনিভাবে সীমান্ত পেরিয়ে ভারতের ভূখণ্ডে প্রবেশ করেছিল।
ভারতে প্রবেশের পর এই তিনজনই ভুয়ো পরিচয়পত্র তৈরি করে বিভিন্ন রাজ্যে কাজের সন্ধানে চলে যায়। এদের মধ্যে কেউ কেউ গৃহপরিচারিকার কাজ করছিল, কেউ শ্রমিক হিসাবে নিযুক্ত ছিল। তবে শনিবার গভীর রাতে তারা ফের বাংলাদেশে ফিরে যাওয়ার চেষ্টা করলে ধানতলা থানার পুলিশের বিশেষ টিম অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
রবিবার ধৃতদের বিরুদ্ধে মামলা রুজু করে রানাঘাট বিচার বিভাগীয় আদালতে পেশ করা হয়েছে। পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, ধৃতরা ভারতীয় দালালের মাধ্যমে ভারতে এসেছিল এবং এই চক্রের পেছনে থাকা মূল অভিযুক্তদের চিহ্নিত করার জন্য তদন্ত শুরু হয়েছে।
অন্যদিকে সীমান্তবর্তী এলাকায় অনুপ্রবেশ রুখতে নজরদারি আরও জোরদার করেছে পুলিশ। এলাকার মানুষজনকে সচেতন থাকার আবেদন জানানো হয়েছে যাতে সন্দেহভাজন কেউ থাকলে তা দ্রুত পুলিশকে জানানো যায়। সীমান্তবর্তী গ্রামগুলিতে গোপন অনুসন্ধান চালাচ্ছে পুলিশ ও নিরাপত্তা বাহিনী।
এই ঘটনায় ফের একবার সামনে এল অনুপ্রবেশ ও দালালচক্রের সক্রিয়তা। পুলিশের আশঙ্কা, আরও কিছু বাংলাদেশি অনুপ্রবেশকারী সীমান্ত এলাকায় লুকিয়ে থাকতে পারে। তদন্তে সেই দিকেও গুরুত্ব দিয়ে এগোচ্ছে পুলিশ।