৪৮ ঘণ্টায় ২৫ জনকে কামড় পাগলা কুকুরের, আতঙ্কে দিশেহারা এলাকাবাসীরা
25 people were bitten by a mad dog in 48 hours, the locals were disoriented in fear

The Truth Of Bengal : হুগলি, রাকেশ চক্রবর্তী : উত্তরপাড়ায় পাগলা কু্কুরের কামড়ে আতঙ্কিত এলাকাবাসী।
জানা যায়, উত্তরপাড়া পুরসভার ১৭ নং ওয়ার্ডের বালি খাল সংলগ্ন টোটো স্ট্যান্ড, কলেজ বাস স্ট্যান্ড, শিবনারায়ন রোড এলাকায় দুদিনে প্রায় ২৫ জন কুকুরের কামড়ে আহত হন। স্ট্যান্ডে অটো, টোটো ধরার জন্য দাঁড়িয়ে থাকা যাত্রীদের তাড়া করে কামড়ায় একটি কালো রঙের কুকুর। স্থানীয়রা রাস্তায় বেরোনোর সময় লাঠি নিয়ে বেরিয়েছেন এমন ছবিও দেখা যায়।
গতকাল সন্ধেয় এক সঙ্গে দশ জনকে কামড় দেয় কুকুরটি। স্থানীয় বাসিন্দারা জানান, কয়েকদিন ধরে একটি কালো কুকুর মানুষ দেখলেই তেড়ে যাচ্ছিল। গতকাল থেকে আজ পর্যন্ত প্রায় পঁচিশ জনকে আক্রমন করে। পরে কুকুরটিকে পিটিয়ে মারা হয় বলে জানা গেছে।
সত্যবান সাহা নামে এক টোটো চালক জানান, গতকাল তাদের এক টোটো চালককে কামরায়। তারপর দশ জন যাত্রীকে কামড়ে দেয়। আহতদের উত্তরপাড়া হাসপাতালে ও স্থানীয় নার্সিংহোমে নিয়ে যেতে হয় চিকিৎসার জন্য। পুরসভার কাউন্সিলরকে ফোন করে ঘটনার কথা জানান বাসিন্দারা।
স্থানীয় কাউন্সিলর সুব্রত মুখোপাধ্যায় জানান, পুরসভার কুকুর ধরার পরিকাঠামো নেই। প্রানী স্বাস্থ্য দপ্তর বিষয়টি দেখবে। তবে গোটা ঘটনায় কুকুরটিকে পিটিয়ে মারার বিষয় নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন পশুপ্রেমীরা।