রাজ্যের খবর
পরীক্ষা চলাকালীন অসুস্থ ২ উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী
2 higher secondary examinees are sick during the examination

The Truth Of Bengal : বুধবার রাজ্য জুড়ে চলছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। আর উচ্চ মাধ্যমিক পরীক্ষার পঞ্চম দিনে অসুস্থ হয়ে পড়ল দুই পরীক্ষার্থী। পরীক্ষা কেন্দ্রে এসে অচৈতন্য হয়ে পড়েন তারা । ঘটনাটি ঘটে হাওড়ার যোগেশ চন্দ্র গার্লস স্কুলে ।
স্কুলের কর্তব্যরত শিক্ষিকারা জানান রিঙ্কি সিং ও টুসী কুমারী নামে দুই পরীক্ষার্থী জৈন বিদ্যালয়ের ছাত্রী। বুধবার তাদের এডুকেশন পরীক্ষা ছিল । ওই দুই পরীক্ষার্থী অসুস্থ হওয়ার সাথে সাথেই তাদেরকে হাওড়ার জেলা হাসপাতালে নিয়ে আসা হয় ।
সাথে সাথে শুরু হয় তাদের চিকিৎসা। জ্ঞান ফিরলেই পরীক্ষার্থীদের পরীক্ষার ব্যবস্থা করা হয় হাওড়া হাসপাতালেই । পাশাপাশি চিকিৎসকেরা জানান দুজনের শারীরিক অবস্থা এখন স্থিতিশীল।
Free Access