নেই পর্যাপ্ত পশু চিকিৎসক, বারোদুয়ারি ডিয়ার পার্কে মৃতই ২ হরিণ
2 deer dead in Baroduari Deer Park

The Truth Of Bengal : চিকিৎসার অভাবে ডিয়ার পার্কে মৃত্যু হয়েছে দুই হরিণের। অসুস্থ আরও এক হরিণ। মালদা জেলার হরিশ্চন্দ্রপুর ২ ব্লকের বারোদুয়ারি ডিয়ার পার্কের ঘটনা। মালদা জেলার হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লক দফতরের পাশেই রয়েছে বারোদুয়ারি ডিয়ার পার্ক। এই পার্কে ছিল মোট ৩২টি হরিণ। তারই মধ্যে দুটি পূর্ণবয়স্ক হরিণের মৃত্যু হয়েছে। আরও একটি হরিণ অসুস্থ।
এই ডিয়ার পার্কের দেখভাল করেন হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক তাপস কুমার পাল। হরিণদের জন্য রয়েছে পর্যাপ্ত খাদ্য। পশুপ্রেমী বিডিও নিজে দায়িত্ব নিয়ে হরিণদের যত্নআত্যি করেন। সময় মতো খাবার দেন। সমস্যা হল হরিণরা অসুস্থ হলে সেই চিকিৎসা নিয়ে। হরিশ্চন্দ্রপুর সদরে পশুস্বাস্থ্য কেন্দ্রে ঝা চকচকে ভবন থাকলেও নেই পশু চিকিৎসক। এর আগে অনেক সাধারণ মানুষ এই নিয়ে অভিযোগ করেছেন। দুটি হরিণের মৃত্যুর পর কার্যত সেই অভিযোগের সুর বিডিও-র গলাতেও।
ডিয়ার পার্ক সাজিয়ে তোলা হলেও পশু চিকিৎসা কেন্দ্রে নেই পর্যাপ্ত পরিকাঠামো। সেইসঙ্গে নেই পশু চিকিৎসকও। তাই হরিণরা পাচ্ছে না উপযুক্ত চিকিৎসা। দুটি হ্রিণের সেই কারণে মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠছে। বাকি হরিণগুলির যাতে এমন পরিণতি না হয় সেদিকে নজর দেওয়ার দাবি উঠেছে।
FREE ACCESS