রাজ্যের খবর

পুলিশ ও বিএসএফের যৌথ উদ্যোগে গ্রফতার ২ বাংলাদেশি

2 Bangladeshis arrested in joint operation by police and BSF

Truth Of Bengal: বুধবার রাতে মুর্শিদাবাদ জেলার রাণীনগর থানার পুলিশ ও হারুডাঙ্গা বিএসএফ এর যৌথ উদ্যোগে ২ বাংলাদেশিকে গ্রফতার করা হয়। তাদের গ্রেপ্তার করে আজ দুপুর নাগাধ বহরমপুর জেলা জর্জ আদালতে তোলা হয়। এরপর তাদের ৭ দিনের পুলিশ হেফাজতের আবেদন চেয়ে পাঠালো রাণীনগর থানার পুলিশ।

বুধবার রাতে মুর্শিদাবাদ জেলার রাণীনগর থানার পুলিশ ও হাউডাঙ্গা বিএসএফের যৌথ উদ্যোগে হারুডাঙ্গা সীমান্ত এলাকায় দুই যুবককে ঘোরাফেরা করতে দেখেন বিএসএফ ও রানীনগর থানার পুলিশ। দুই যুবককে আটক করে পরিচয় পত্র জানতে চাইলে কোন বৈধ কাগজপত্র দেখাতে না পারায় তারা নিজেকে বাংলাদেশী বলে জানান।

তারপরেই দুজনকে গ্রেফতার করে নিয়ে আসে রানীনগর থানার পুলিশ রাণীনগর থানায়। আজ দুপুরে তাদেরকে বহরমপুর জেলা জজ আদালতে সাত দিনের পুলিশ হেফাজতের আবেদন চেয়ে পাঠায় রানীনগর থানার পুলিশ। তবে বাংলাদেশ থেকে ভারতে অবৈধভাবে কি কারণে বা এসেছিল। তাদের সঙ্গে আর কেউ জড়িত আছে কিনা পুরো ঘটনা তদন্ত শুরু করেছে রাণীনগর থানার পুলিশ

Related Articles