‘অমৃত ভারত স্টেশন’ প্রকল্পের তালিকায় বাংলায় ১৭টি স্টেশন, অত্যাধুনিক করা হবে স্টেশনগুলিকে
17 stations in Bengal are in the list of 'Amrit Bharat Station' project

The Truth of Bengal: লোকসভা নির্বাচন আসন্ন। তার আগে গোটা দেশজুড়ে ট্রেনের অমৃত ভারত প্রকল্প। ট্রেন পথে হাজার হাজার মানুষ রোজ যাতায়াত করে। স্টেশনের উন্নতি করে রেলযাত্রীর স্বাচ্ছন্দ্য আরও বৃদ্ধি করার লক্ষ্য নেওয়া হয়েছে। সব মিলিয়ে এই প্রকল্পের আওতায় বাংলায় ১৭টি স্টেশন সহ ৫৫৪টি স্টেশন, একাধিক রোড ওভারব্রিজ ও আন্ডারপাস নির্মাণ প্রকল্পের সূচনা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গোটা প্রকল্পে ব্যয় হবে ৪০ হাজার কোটি টাকা। ‘অমৃত ভারত স্টেশন’ প্রকল্পে প্রথম দফার পর এবার দ্বিতীয় দফার কাজ শুরু হতে চলেছে। এই পর্বে পূর্ব রেলওয়ের ২৮টি স্টেশনকে নয়া রূপে সাজিয়ে তোলা হবে। সেই কাজের জন্য ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
২৬ ফেব্রুয়ারি সোমবার এই স্টেশন উন্নয়ন প্রকল্পে শিলান্যাস হবে। বিভিন্ন অনুষ্ঠানস্থলে বিরাট পর্দায় সেই শিলান্যাস অনুষ্ঠান দেখানো হবে। দেশের মোট ২১৩৯টি জায়গা থেকে এই অনুষ্ঠান দেখা যাবে। ভারতীয় রেলের সার্বিক উন্নতির ওপর আরও জোর দেওয়া হচ্ছে। আরও ঝা চকচকে হবে রেলস্টেশনগুলি। বাংলার বহু স্টেশনের ভোল বদলে ফেলা হবে এই অমৃত ভারত প্রকল্পের মাধ্যমে। ইতিমধ্যে বিভিন্ন স্টেশন সংলগ্ন এলাকায় এর প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। মেগা অনুষ্ঠানের মধ্য দিয়ে কার্যত মেগা প্রকল্পের শিলান্যাস করতে চলেছেন প্রধানমন্ত্রী। এই অমৃত ভারত প্রকল্পের সূচনার মাধ্যমে দেশ জুড়ে সাড়া ফেলতে চাইছে মোদি সরকার।
নির্বাচিত স্টেশনগুলিতে আরও ভাল যাত্রী পরিষেবা দিতে এক্সিকিউটিভ লাউঞ্জ, ব্যবসায়িক বৈঠকের জন্য মনোনীত স্থান, ল্যান্ডস্কেপিং ইত্যাদি রাখা হবে। চওড়া ফুট ওভার ব্রিজ, প্রশস্ত ওয়েটিং এরিয়া, সিসিটিভি ক্যামেরার মাধ্যমে নজরদারি, ফুড কিয়স্ক, টয়লেট, র্যাম্প, সাইনেজ এবং এসকেলেটর প্রভৃতি থাকবে ‘অমৃত ভারত স্টেশন’ প্রকল্পে জায়গা পাওয়া স্টেশনগুলিতে।