রাজ্যের খবর

হাড়োয়ায় ১৫ বছরের কিশোর নিখোঁজ, তদন্তে পুলিশ

15-year-old boy is missing

The Truth of Bengal: উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাটের হাড়োয়া থানার হাড়োয়া গ্রাম পঞ্চায়েতের পিয়ারা গ্রামের ১৫ বছরের কিশোর শেখ শোয়েব হাসান নিখোঁজ হয়েছেন। গত ৮ জানুয়ারি সোমবার বিকেলে হাড়োয়ার আটঘরা এলাকায় টিউশন পড়তে গিয়েছিলেন তিনি। তারপর থেকে আর বাড়িতে ফিরে আসেননি।

পরিবারের সদস্যরা জানান, শোয়েব হাসান প্রতিদিনের মতো ৮ জানুয়ারি বিকেলে টিউশন মাস্টারের কাছে গিয়েছিলেন। তারপর থেকে আর তার কোন সন্ধান পাওয়া যাচ্ছে না। বাড়িতে ফিরছেনা দেখে আশেপাশের আত্মীয়-স্বজনের বাড়িতে খোঁজখবর নেওয়ার পরও কোন সন্ধান না মেলায় অবশেষে হাড়োয়া থানায় নিখোঁজের অভিযোগ দায়ের করেন তারা।

হাড়োয়া থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। পুলিশ বলছে, পরিবারের সদস্যরা জানাচ্ছেন ঐ দিন বাড়িতে দুষ্টুমি করায় তাকে বকাবকি করেছিল মা-বাবা। তাহলে কি সেই কারণেই ওই কিশোর অভিমানে ঘর ছেড়েছে? না এর পিছনে অন্য কোন কারণ রয়েছে? সমস্তটাই নজরে রেখেছে পুলিশ প্রশাসন।

Related Articles