রাজ্যের খবর

১৪ ফুটের কিং কোবরা উদ্ধার চা বাগান থেকে

14 feet king cobra rescued from tea garden

The Truth Of Bengal : জলপাইগুড়ি :  ফের চা বাগান থেকে উদ্ধার হল বিশালাকার কিং কোবরা। বুধবার দুপুরে মেটেলি ব্লকের কিলকোট চা বাগানের টিলাবাড়ি ডিভিশন থেকে প্রায় ১৪ ফিটের ওই কিং কোবরা সাপ টি উদ্ধার করা হয়।

বুধবার জলপাইগুড়ি জেলার চা বাগানের ২৪ নাম্বার সেকশনে কাজ করার সময় শ্রমিকরা হঠাৎ একটি বৃহদাকার কিং কোবরা দেখতে পায়। এরপরেই আতঙ্কিত হয়ে পড়েন শ্রমিকরা। খবর দেওয়া হয় চালসার সর্পপ্রেমী যুবক দিবস রাইকে। দিবস এসে কিং কোবরাটিকে উদ্ধার করে নিয়ে যায়। সাপটি সুস্থ থাকায় এদিনই সেটিকে জঙ্গলে ছেড়ে দেওয়া হবে বলে দিবস জানায়।

উল্লেখ্য,এর আগেও ওই চা বাগান থেকে কিং কোবরা উদ্ধার করা হয়েছিল। এদিকে চা বাগানটির পাশেই রয়েছে চাপরামারি জঙ্গল। ওই জঙ্গল থেকেই কিংকোবরা টি চা বাগানে চলে আসতে পারে বলে বাসিন্দাদের অনুমান। এদিন কিং কোবরাটি দেখতে ভিড় জমায় অনেকে।

Related Articles