রাজ্যের খবর

সিউড়িতে পাট্টা পেলেন ১২০ জন, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ পাট্টাপ্রাপকদের

120 people got Patta in Siuri

The Truth of bengal: ভূমিহীনদের জন্য বরাবর দরাজ রাজ্য সরকার। বাংলার জেলায় জেলায় ভূমিহীনদের দেওয়া হচ্ছে পাট্টা। এরমধ্যে যেমন উদ্বাস্তু জমিহীনরা রয়েছেন, তেমনই আছেন বন্ধ চা বাগানের শ্রমিকরাও। সেইসঙ্গে নির্দিষ্ট কৃষি পাট্টা পাচ্ছেন ভূমিহীন কৃষকরাও। এবার ১২০ জনের হাতে তুলে দেওয়া হল জমির পাট্টা। বীরভূমের সিউড়ি ২নম্বর ব্লকের অন্তর্গত পুরন্দরপুর বিডিও অফিসের কনফারেন্স হলে প্রায় ১২০ জনের হাতে তুলে দেওয়া হল জমির পাট্টা।

মূলত তাঁদের হাতে জমির পাট্টা দেওয়া হয়েছে, যারা দীর্ঘদিন ধরে  সরকারি জায়গায় বাস করছেন। যে হতদরিদ্র মানুষের জায়গা কেনার সামর্থ্য নেই, তাদের কথা মাথায় রেখে রাজ্যের মুখ্যমন্ত্রী বিভিন্ন প্রকল্পের পাশাপাশি দিচ্ছেন জমির পাট্টা। সিউড়ি ব্লকে যে ১২০ জনের হাতে প্রায় ৭৭ একর জমি তুলে দেওয়া হল পাট্টার মাধ্যমে। পাট্টা পেয়ে খুশি সবাই। এদিন কিছু মানুষকে চাষযোগ্য জমি দেওয়া হয়েছে পাট্টার মাধ্যমে।

এদিন পাট্টাপ্রদান অনুষ্ঠান উপস্থিত ছিলেন সিউড়ি ২ ব্লকের ব্লক সভাপতি তথা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ নুরুল ইসলাম। ছিলেন ২ নম্বর ব্লকের প্রধান-উপপ্রধান-সহ ব্লকের বিডিও ঋষিকা দাস। শুধু সাধারণ মানুষ নয় প্রশাসন পাট্টা বিলির ক্ষেত্রে বন্ধ চা বাগান এলাকার শ্রমিকদের গুরুত্ব দিচ্ছে। উত্তরেও চলছে পাট্টা বিলি। যে জমির পাট্টার জন্য আবেদন করা হয় সেই জমির চরিত্র, সঠিক মালিকানা, পরিমাপ, আইনগত বিষয় প্রভৃতি যাচাই করা হয়ে থাকে। সব দেখার পর উপযুক্ত প্রাপককে দেওয়া হচ্ছে পাট্টা। সিউড়িতে সরকারি উদ্যোগে পাট্টা পেয়ে খুশি সবাই ধন্যবাদ জানিয়েছেন মুখ্যমন্ত্রীকে।

Related Articles