ডুয়ার্সের চা বাগান থেকে উদ্ধার ১২ ফুটের অজগর!
12-foot python rescued from Duars tea garden!

The Truth Of Bengal : জলপাইগুড়ি : চা বাগানে কাজ করছিলেন কর্মীরা। তার মাঝেই বিপত্তি। আচমকা দেখলেন, ঘুরে বেড়াচ্ছে ১২ ফুটের অজগর সাপ। ঘটনাটি ঘটেছে রবিবার দুপুরে নাগরাকাটা ব্লকের বামনডাঙ্গা চা বাগানে। ডুয়ার্সের লোকালয় থেকে সাতসকালে বিশালাকার অজগর সাপ উদ্ধার। বুধবার ডুয়ার্সের মেটেলি ব্লকের চালসা সংলগ্ন মহাবাড়ী এলাকায় একটি অজগর সাপকে দেখতে পায়। সাপটি দেখার পরেই আতঙ্কিত হয়ে পড়েন শ্রমিকরা। স্থানীয় যুবকরাই অজগরটি উদ্ধার করে। পরে সেটিকে বনদপ্তরের হাতে তুলে দেওয়া হয়।সুস্থ থাকায় এদিনই সেটিকে জঙ্গলে ছেড়ে দেওয়া হয়। অজগরটি লম্বায় প্রায় ১২ ফিট বলে জানা যায়।
ডুয়ার্সের লোকালয় থেকে সাতসকালে বিশালাকার অজগর সাপ উদ্ধার pic.twitter.com/yzYqsiErr3
— TOB DIGITAL (@DigitalTob) July 24, 2024
জানা গিয়েছে সাপটি চা বাগানের যে এলাকায় ছিল, সেটিও তার স্বাভাবিক আবাসস্থলের মধ্যেই পড়ে। ফলে সেটিকে ধরে এনে বেঁধে রেখে রেসকিউ করে নিয়ে যাওয়ার জন্য অপেক্ষা করার প্রয়োজন ছিল না। সাপটিকে বিরক্ত না করে ওই এলাকা থেকে কিছুটা দূরে শ্রমিকেরা চলে এলেই সাপটি অন্যত্র সরে যেত।