রাজ্যের খবর

১১ লক্ষ আবাসের তালিকা পাঠানো হয়েছিল, তার কী হল? কোচবিহারে বিস্ফোরক মুখ্যমন্ত্রী

11 lakh housing list was sent, what happened to it? Explosive Chief Minister in Cooch Behar

The Truth of Bengal: কোচবিহারের মাথাভাঙার গুমানির হাট উচ্চ বিদ্যালয়ের মাঠে তৃণমূল প্রার্থী জগদীশচন্দ্র বসুনিয়ার সমর্থনে সভা দ্বিতীয় জনসভা জলপাইগুড়ির মাল আদর্শ বিদ্যাভবনের মাঠে প্রচার সভা মমতার। কথা বলছেন জলপাইগুড়ির ঝড় নিয়ে, এই সভা থেকেই পুরোদমে উত্তরবঙ্গে ভোটপ্রচার শুরু করলেন মমতা।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কী জিজ্ঞাসা করতে হবে বলে দিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।  তাঁর সভার কিছু ক্ষণ পরেই কোচবিহারে সভা করবেন মোদী। মমতা নাম না করে বললেন, দেখবেন এখানে এসে কত কান্না কাঁদবে সব। ওদের জিজ্ঞাসা করবেন? যে ১১ লক্ষ আবাসের তালিকা পাঠানো হয়েছিল, তার কী হল? ১০০ দিনের টাকার কী হল?

১০০ দিনের কাজে রাজ্যকে বঞ্চনা করা হচ্ছে। আবাস যোজনার প্রাপ্য টাকা দেওয়া হচ্ছে না বাংলাকে। গ্রাম বাংলার রাস্তা নির্মাণের টাকাও কেন্দ্র আটকে রেখেছে। গায়ের জোরে বিভিন্ন প্রকল্পের টাকা আটকে রেখেছে কেন্দ্র। কিভাবে বাংলাকে ভাতে মারা যায় তার ষড়যন্ত্র তৈরি হচ্ছে দিল্লির বিজেপির কার্যালয় থেকে। কোচবিহারের বিজেপি প্রার্থী তথা কেন্দ্রের স্বরাষ্ট্র দপ্তরের প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিককেও করা আক্রমণ করেন মমতা।

Related Articles