মসনদের লড়াইরাজ্যের খবর
Trending

বাড়ছে কেন্দ্রীয় বাহিনী! রাজ্যে আসছে আরও ১০৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী

103 more companies of central forces are coming to the state

The Truth Of Bengal : শুরু হয়েছে গণতন্ত্রের মহোৎসব। ১৯ এপ্রিলে শেষ হয়েছে প্রথম দফার নির্বাচন। এবার আগামী ২৬ এপ্রিল দ্বিতীয় দফায় নির্বাচন। এই দফায় নির্বাচন হতে চলছে রায়গঞ্জ, বালুরঘাট এবং দার্জিলিং লোকসভা কেন্দ্রে।  ইতিমধ্যেই নির্বাচন কমিশনের পক্ষ থেকে কোন জেলায় কত কেন্দ্রীয় বাহিনী থাকছে তার রুপরেখা তৈরি করা হয়েছে। সেই সঙ্গে থাকছে কুইক রেসপন্স টিম। কমিশন সূত্রে খবর প্রথম দফার থেকে দ্বিতীয় দফাতে কুইক রেসপন্স টিম বাড়ানো হয়েছে। দ্বিতীয় দফায় তিনটি লোকসভা কেন্দ্রে মোট কেন্দ্রীয় বাহিনী থাকছে ২৭২ কোম্পানি। কুইক রেসপন্স টিম রাখা হচ্ছে ২৭০।

দক্ষিণ দিনাজপুর: কেন্দ্রীয় বাহিনী থাকছে ৭৩ কোম্পানি, কিউ আর টি – ৭৩

দার্জিলিং – কেন্দ্রীয় বাহিনী ৫১ কোম্পানি, কিউ আর টি ৫০

কালিম্পং – কেন্দ্রীয় বাহিনী ১৬ কোম্পানি, কিউ আর টি -১৫

রায়গঞ্জ –  কেন্দ্রীয় বাহিনী ৬০ কোম্পানি, কিউআরটি-  ৬০

ইসলামপুর- কেন্দ্রীয় বাহিনী ৫১ কোম্পানি, কিউআরটি – ৫১

এছাড়াও তৃতীয় দফার নির্বাচন ৭ মে। তৃতীয় দফায় নির্বাচন অনুষ্ঠিত হবে জঙ্গিপুর, মুর্শিদাবাদ, মালদা উত্তর ও মালদা দক্ষিণ লোকসভা কেন্দ্রে। এবার তার জন্যেও নির্বাচনের আগে ১০৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসছে রাজ্যে। এই মুহূর্তে ৩০৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রয়েছে রাজ্যে। এরমধ্যে আরও ১০৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসলে রাজ্যে মোট কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা বেড়ে দাঁড়াবে ৪০৬ কোম্পানি। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক এর দপ্তর সূত্রে জানা গিয়েছে তৃতীয় দফার কেন্দ্রীয় বাহিনী বন্টনের কাজও প্রায় সম্পন্ন।

Related Articles