রাজ্যের খবর

সকল মানুষের সুরক্ষার দাবিতে ১০০ কিলোমিটার পদ যাত্রা আদিবাসী সমাজের

100 KM Pada Yatra of Adivasi Samaj to demand protection of all people

Truth Of Bengal: হামরা আদিবাসী হাটবো একই সাথে, তোমার হামার দেখা হোক নদীয়া জেলার পথে, বনজঙ্গল পশুপাখি রাখবো তারে ধরে, বেটা বেটি সুরক্ষিত থাকে যেন ঘরে ঘরে। এই স্লোগানকে সামনে রেখে এবার রাস্তায় নামল আদিবাসী সমাজ।

আজ নদীয়ার মাজদিয়া থেকে কল্যাণী সীমান্ত পর্যন্ত দীর্ঘ ১০০ কিলোমিটার রাস্তায় পদ যাত্রা আদিবাসী সমাজের। আদিবাসী সম্প্রদায়ের মানুষরা জানান,আমরা নদীয়ার আদিবাসীরা বিশ্ব শান্তি এবং বন্যপ্রাণীদের সুরক্ষা, প্রকৃতির সুরক্ষা , দেশের সন্তানদের সুরক্ষার দাবিতে আজ পথে নেমেছি।

শুধু নারী নয়, পুরুষরাও নানা সঙ্কটের মুখে পড়ে। নিজেদের চেতনাকে জাগাতে পথে নেমেছে এবার আদিবাসী সমাজ।
এ আন্দোলনে শুধু সরকারের নয়, আমাদের সকলেরই দায়িত্ব রয়েছে। তারা আরও জানান, যে জঞ্জাল আমাদের ভেতরে ঘর বেঁধেছে তা অবিলম্বেই পরিষ্কার করা দরকার। আর তাই সঠিক শিক্ষা যেন ঘর থেকে শুরু হয়। এমনটাই জানান আদিবাসী সম্প্রদায়ের মানুষরা।

তারা আজ সবাই মিলে একসাথে এই প্রতিজ্ঞা করতেই নদীয়ার পথে নেমেছে বলেই জানান। আজ মাজদিয়া থেকে এই পদযাত্রার সূচনা করা হয়। আগামীকাল কল্যাণী সীমান্তে গিয়ে এই পদ যাত্রা শেষ হবে। তবে আদিবাসী সমাজের এই মহা মিছিল দেখতে রাস্তার দু’ধারে অসংখ্য মানুষের ভিড় হয়। একপ্রকার বলা যেতেই পারে এক অভিনবত্ব তুলে ধরলেন এই আদিবাসী সমাজ।

একটা সময় দেশে পিছিয়ে পড়া আদিবাসীরা সরকারি কোনো সুযোগ পেতেন না, কিন্তু এখন যুগের পরিবর্তনে সবটাই পাল্টে গেছে। যেমন শিক্ষার দিকে অনেকটাই ঝোঁক রয়েছে তাদের, পাশাপাশি কর্মক্ষেত্রও পরিবর্তন হয়েছে। এখন দেখার আদিবাসীদের এই মহা মিছিল কতটা সাড়া ফেলে দেয়।

Related Articles