১০ দিনের পুলিশি হেফাজত শেখ শাহজাহান, নির্দেশ আদালতের
10-day police custody Sheikh Shahjahan, court order

The Truth of Bengal: ৫৬ দিনের মাথায় রাজ্য পুলিশের হাতেই গ্রেফতার হয়েছেন শাহজাহান। এদিন তাঁকে বসিরহাট মহকুমা আদালতে নিয়ে যাওয়া হয়। আদালতের লকআপেই রাখা হয় তাঁকে। এদিন সকালে রাজ্য পুলিশের এডিজি(দক্ষিণবঙ্গ) সুপ্রতিম সরকার সাংবাদিক বৈঠকে জানিয়েছেন, 147/148/149/341/186/353/323/427/370/506/34 শেখ শাহজাহানের বিরুদ্ধে ন্যাজাট থানায় ১১ টি ধারায় মামলার রুজু হয়েছে-সহ একাধিক ধারায় শাহজাহানের বিরুদ্ধে মামলা হয়েছে।
তার ভিত্তিতেই তাঁকে গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি তিনি এটাও জানান, ‘সংবাদমাধ্যমে লাগাতার বলা হয়েছে পুলিশ ইচ্ছাকৃত ভাবে শাহজাহানকে গ্রেফতার করছে না। আমি স্পষ্ট করে বলতে চাই, এটা ঠিক নয়। এটা ভুল। এটা অপপ্রচার। আমাদের আইনি বাধ্যবাধকতা ছিল। দিন দুয়েক আগে যখন মাননীয় উচ্চ আদালতের তরফে স্পষ্ট করে বলে দেওয়া হয় যে গ্রেফতারির ওপরে কোনও বিধিনিষেধ নেই, তখন আমরা জোরকদমে তল্লাশি শুরু করি। গত রাতে মিনাখাঁ থানার বামনপুকুর অঞ্চল থেকে শেখ শাহজাহানকে গ্রেফতার করি।