রাজ্যের খবর

সিউড়িতে ড্যাম্পারে ধাক্কা, আহত ১

1 was injured after being hit by a damper on the stairs

Truth Of Bengal: বুধবার রাত্রে সিউড়ির নতুনপল্লী মোড়ের কাছে দাঁড়িয়ে থাকা ড্যাম্পারে ধাক্কা মারে আরেকটি ডাম্পার। আর তাতেই ধাক্কা মারা ডাম্পারের চালক গুরুতর আহত হন।

জানা যায়, প্রায় দু’ঘণ্টার প্রচেষ্টায় স্থানীয় লোকজনের সহযোগিতায় সিউড়ি থানার পুলিশ ও দমকলের আধিকারিকদের পক্ষ থেকে গুরুতর আহত হওয়া চালকটিকে উদ্ধার করা হয়। এরপর তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

আরও জানা যায়, ক্ষতিগ্রস্ত ওই ডাম্পারটি ১৪ নম্বর জাতীয় সড়কে পড়ে থাকার সময় বৃহস্পতিবার সকালে তার ওপর আবারো আরেকটি ডাম্পার ধাক্কা মারে। এই ঘটনায় অল্পের জন্য রক্ষা পান চালক।

এরপর ঘটনাস্থলে সিউড়ি থানার পুলিশ পৌঁছে যায়। ইতিমধ্যেই গতকাল রাত্রের ও বৃহস্পতিবার সকালে দুটি ক্ষতিগ্রস্ত ডাম্পার সরানোর কাজ শুরু করা হয়েছে।

Related Articles