রাজ্যের খবর

ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মৃত ১

1 died after being crushed by the wheels of the truck

The Truth Of Bengal: ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মর্মান্তিক মৃত্যু হল এক ব্যক্তির। মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে মালদা জেলার অন্তর্গত পুখুরিয়া থানার অন্তর্গত মাদিয়াঘাট এলাকায়। ঘটনার জেরে এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়।

স্থানীয় সূত্রে খবর, মৃত ব্যক্তির নাম পাতানু শেখ(৭০)। মাদিয়া ঘাট এলাকারই বাসিন্দা। বৃহস্পতিবার সকালে বাড়ি থেকে বেরিয়ে চায়ের দোকানে গিয়েছিলেন। আর সেখান থেকে ফেরার পথে একটি ট্রাক তাকে ধাক্কা মারে। ঘটনায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মর্মান্তিক মৃত্যু হয় ওই বৃদ্ধ ব্যক্তির।

জানা যায়, ঘাতক ট্রাকটি মালদা শহরের দিক থেকে মাদিয়া ঘাট হয়ে রতুয়ার দিকে যাচ্ছিল। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় পুলিশ। ট্রাক চালক পালিয়ে গেলেও পুলিশ ঘাতক ট্রাককে ধরে ফেলে। এরপর পুলিশ পৌঁছে ছিন্নভিন্ন দেহ উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠায়।

FREE ACCESS

Related Articles