মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত ১, শোকের ছায়া এলাকায়
1 dead in a tragic road accident, mourning area

The Truth Of Bengal: মুর্শিদাবাদ ; বাড়ি ফেরার পথেই মর্মান্তিক ট্রেন দুর্ঘটনায় মৃত্যু হয়েছে একজনের। দুর্ঘটনাটি ঘটনা ঘটেছে মুর্শিদাবাদের জলঙ্গি থানার গৌরীপুর ভাঙ্গনপাড়া গ্রামে।
সূত্রের খবর, মুর্শিদাবাদের জলঙ্গি থানার গৌরীপুর ভাঙ্গনপাড়া গ্রামের শরিফুল শেখ নামের এক বাসিন্দা বয়স ৩০ বছর। তাদের অভাবের সংসার কোনরকম খাটনির ওপর চলে এই পরিবার । সবেমাত্র সাড়ে ৪ মাস হল কেরালায় গিয়েছিলেন। আর এর মধ্যেই বাড়িতে ফেরার জন্য ট্রেনে ওঠার পর খড়গপুরে দুর্ঘটনাটি ঘটে । এই দুর্ঘটনার খবর বাড়িতে কেউ জানতোই না। জলঙ্গি থানার পুলিশের কাছে খবর এলে তারা দ্রুত পৌঁছে দেয় , এবং পুলিশের কাছে থাকা ছবি দেখেই সনাক্ত করতে সক্ষম হয়।
বাবা আছে কিন্তু সেও কাজ করতে পারে না। মা বাবা স্ত্রী সকলকে নিয়ে এই ছোট্ট অভাবের পরিবারের সকলকে মুখে হাসি ফোটাতেই পাড়ি দিয়েছিল রাজমিস্ত্রির এর কাজ করার উদ্দেশ্যে কেরালায়। এর মধ্যেই এই ঘটনা।
মৃত শরিফুলের স্ত্রী বলেন, “এতটাই অভাবের সংসার আমাদের এই পরিবারে ,কারো কাছেই মোবাইল ফোন নেই। বাড়িতে আসবে সে কথাটাও জানাতে পারেনি । জলঙ্গি থানার পুলিশ যদি খবর না দিত হয়তো জানতেই পারতাম না।
তাই পরিবারসহ গ্রামবাসী সকলেই আরজি, যদি সরকার কোন সাহায্যের হাত বাড়িয়ে দিত তাহলে এই পরিবারের সকলেই দু মুঠো খেয়ে বেঁচে থাকতো ।