নদিয়ায় গুলির আঘাতে মৃত ১, তদন্তে পুলিশ
1 dead due to accidental gunshots, police investigating

The Truth Of Bengal, Nadia: নদীয়ায় আচমকা গুলির আঘাতে মৃত এক যুবক। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়। ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
সূত্রের খবর, নদীয়ার কল্যাণী থানার সুভাষনগরে কয়েকজন বন্ধুরা মিলে একসাথে আড্ডা দিচ্ছিল। সেখানে হঠাৎই জয় বাড়ৈ নামে বছর ২২ এর এক ছেলের গায়ে গুলি লাগে। গুলিটি জয়ের ঠিক বুকের মাঝখানে লাগে। এরপর তড়িঘড়ি তার বন্ধুরা মিলে তাকে চিকিৎসার জন্য কল্যাণী জে এন এম হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালে চিকিৎসাধীন সেখানকার কর্তব্যরত চিকিৎসকেরা জয় কে মৃত বলে ঘোষণা করে। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় কল্যাণী থানার পুলিশ।
জয়ের বন্ধুদের দাবি, জয় নিজেই আগ্নেয়াস্ত্র নিয়ে নাড়াচাড়া করছিল। তখনই হঠাৎ অসাবধানতাবশত গুলিটি তার গায়ে লাগে। ঘটনার পর শোকের ছায়া নেমে এসেছে জয়ের পরিবারসহ গোটা এলাকায়। ইতিমধ্যে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে কল্যাণী থানার পুলিশ।