রাজ্যের খবর
কাটোয়ায় গ্যাসের সিলিন্ডার ফেটে মৃত ১ এবং আহত ১
1 dead and 1 injured in gas cylinder burst in Katwa

The Truth Of Bengal : গ্যাসের সিলিন্ডার ব্লাস্ট হয়ে মৃত্যু এক এবং আহত হন কেতুগ্রামের আগর ডাঙ্গার একজন।
স্থানীয় সূত্রে খবর, শুক্রবার পূর্ব বর্ধমান জেলার কাটোয়ার কেতুগ্রামের আগরডাঙ্গা এলাকার এক গৃহবধূ গ্যাসে রান্না করতে যাওয়ার সময় গ্যাসটি জ্বলানোর সময় হঠাৎ সিলিন্ডারটি ফেটে যায়। এরপর স্থানীয়রা তীব্র আওয়াজ শুনে ঘটনাস্থলে দৌড়ে আসে। এলাকাবাসীরা প্রথমে পৌঁছেই আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় চিকিৎসার জন্য। সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা ওই গৃহবধূকে মৃত বলে ঘোষণা করেন।
এদিকে পুলিশ মৃতদেহ টি উদ্ধার করে ময়না তদন্তের জন্য কাটোয়া মহকুমা হাসপাতালে পাঠিয়েছেন।
FREE ACCESS