জাতীয় সড়কে বাস ও পাথর বোঝাই লরির সংঘর্ষ মৃত ১ , আহত ৫
1 dead, 5 injured in collision between bus and stone laden lorry on national highway

The Truth Of Bengal ,নদিয়া : যাত্রীবাহী বাস ও লরির মুখোমুখি সংঘর্ষ । ঘটনাটি ঘটেছে নদীয়ার ধুবুলিয়া থানার ধুবুলিয়া বাস স্ট্যান্ড সংলগ্ন ১২ নম্বর জাতীয় সড়কে। ঘটনায় মৃত্যু ১, আহত ৫। বাস ও লরির এই দুর্ঘটনার কারণে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়ায় এবং বেশ কিছুক্ষণ ধরে যানজট লক্ষ্য করা যায়।
প্রতিদিনের মতো মায়াপুর থেকে একটি জাতি বোঝাই বাস কৃষ্ণনগর উদ্দেশ্যে রওনা দিয়েছিল। কৃষ্ণনগর যাওয়ার আগে ধুবুলিয়া বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় বাসটি যাত্রী তোলার জন্য রাস্তার সাইডে দাঁড়িয়েছিল। ঠিক তখনই হঠাৎ পিছন থেকে একটি পাথর বোঝাই লরি এসে আচমকা ওই যাত্রী বোঝায় বাসটিকে ধাক্কা মারে। এবং বাসটি জাতীয় সড়কের পাশে থাকা কালভার্টের ওপর উল্টে যায়।
স্থানীয়রা খবর পেয়ে আহতদের উদ্ধার করে ধুবুলিয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ধুবুলিয়া থানার পুলিশ। আহত কয়েকজনকে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের প্রাথমিক চিকিৎসার করার পর শক্তিনগর জেলা হাসপাতাল স্থানান্তরিত করা হয়।
Free Access