জয়নগরে চোরাই অটো সহ গ্রেফতার ১, তদন্তে পুলিশ
1 arrested with stolen auto in Jayanagar, police investigating

The Truth Of Bengal: একটি চোরাই অটো সহ জয়নগরে গ্রেফতার এক যুবক। ধৃতকে মঙ্গলবার জয়নগর থানা থেকে বারুইপুর আদালতে পাঠানো হয়।
সূত্রের খবর, জয়নগর থানার পুলিশ গোপন সূত্রে খবর পায় যে বাংলার মোড় এলাকায় এক যুবক একটি চোরাই অটো বাড়িতে রেখে দিয়েছে। সূত্রের তথ্যের গুরুত্ব দিয়ে জয়নগর থানার আইসি পার্থসারথি পালের নির্দেশে এস আই সায়ন ভট্টাচার্য ও এ এস আই সনজিৎ দাসের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল পৌঁছায় বাংলার মোড় এলাকায় অভিযুক্তর বাড়িতে। সেখান থেকেই আটক করা হয় অটো টিকে এবং অটোটির বৈধ কাগজপত্র না দেখাতে পারায় গ্রেপ্তার করা হয় আসাদুল রহমান মন্ডল নামে এক যুবককে।
প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পারে অটোটি একটি চোরাই অটো। তবে আসাদুল ওই অটোটি কোথা থেকে সংগ্রহ করেছে এবং এই অটো চুরির সঙ্গে কারা কারা যুক্ত আছে সে ব্যাপারে তদন্ত শুরু করেছে জয়নগর থানার পুলিশ। অভিযুক্ত আসাদুল রহমান মন্ডলকে আজ জয়নগর থানা থেকে বারুইপুর আদালতে পাঠানো হয়।