রাজ্যের খবর

অবৈধ অনুপ্রবেশে নদিয়া থেকে গ্রেফতার ১

1 arrested from Nadia for illegal entry

Truth Of Bengal: নদিয়ার ধানতলা থানার পুলিশের বিশেষ অভিযানে ধরা পড়ল এক ভারতীয় দালাল, যে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের সাহায্য করে ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করাত এবং পরে তাদের ভুয়া ভারতীয় নথিপত্র জোগাড় করে দিত। ধৃত যুবকের নাম সাহার মন্ডল, বয়স ২৬।

সূত্র মারফত জানা গিয়েছে, সাহার দীর্ঘদিন ধরেই বাংলাদেশি অনুপ্রবেশকারীদের অনুপ্রবেশে সাহায্য করে আসছিল। পুলিশ আগে থেকেই তার বিরুদ্ধে তথ্য সংগ্রহ করছিল, তবে সে কৌশলে পুলিশের নজর এড়িয়ে গা ঢাকা দিয়েছিল। অবশেষে শনিবার রাতে ধানতলার কানি বাবনি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে পুলিশ।

রবিবার তাকে রানাঘাটের বিচার বিভাগীয় আদালতে তোলা হয়েছে এবং পুলিশ হেফাজতের আবেদন জানানো হয়েছে, যাতে জিজ্ঞাসাবাদে আরও তথ্য মিলতে পারে। জেলা পুলিশ এই ঘটনার সঙ্গে যুক্ত চক্রটিকে চিহ্নিত করতে তৎপর হয়েছে। এই ঘটনায় সীমান্তবর্তী অঞ্চলে অনুপ্রবেশ ও দালাল চক্রের তৎপরতা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

Related Articles