অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করতে গিয়ে ধৃত ১
1 arrested for illegally crossing border into India

Truth Of Bengal: উত্তর ২৪ পরগনার স্বরূপনগরের বিথারী সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশের অভিযোগে এক ভারতীয় নাগরিককে গ্রেফতার করল বিএসএফ ও স্বরূপনগর থানার পুলিশ। ধৃতের নাম আশিকুল ইসলাম, যার বাড়ি ভারতের আসাম রাজ্যে বলে জানা গিয়েছে।
সূত্র অনুযায়ী, মঙ্গলবার রাতে ১৪৩ নম্বর ব্যাটেলিয়ানের সীমান্তরক্ষী বাহিনী বিথারী সীমান্তে নিয়মিত টহল দিচ্ছিল। সেই সময় তারা দেখতে পান, একজন ব্যক্তি গোপনে সীমান্ত অতিক্রম করে ভারতের অভ্যন্তরে প্রবেশ করছে। সন্দেহ হওয়ায় বিএসএফ জওয়ানরা সঙ্গে সঙ্গে তাকে আটক করে।
জিজ্ঞাসাবাদের সময় ধৃত ব্যক্তি কোনও বৈধ পরিচয়পত্র কিংবা পাসপোর্ট দেখাতে পারেনি। এরপর তাকে স্বরূপনগর থানার হাতে তুলে দেওয়া হয়। পুলিশ প্রাথমিক তদন্তে জানতে পারে, ধৃত আশিকুল ইসলাম ভারতের নাগরিক এবং তার বাড়ি আসামে। তবুও, কেন বা কী উদ্দেশ্যে সে সীমান্ত পার হয়ে বাংলাদেশ থেকে ভারতে ঢুকছিল, তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, আশিকুল ইসলাম কোনও প্রকার বৈধ কাগজপত্র দেখাতে পারেনি, এবং তার গতিবিধি সন্দেহজনক হওয়ায় তাকে গ্রেফতার করা হয়। বুধবার তাকে বসিরহাট মহাকুমা আদালতে পেশ করা হয়েছে। আদালতে পুলিশ তার হেফাজতের আবেদন করেছে, যাতে তাকে জিজ্ঞাসাবাদ করে পুরো ঘটনার নেপথ্য কারণ উদঘাটন করা যায়।