Uncategorized

লালগোলায় ৫০১ গ্রাম হেরোইনসহ যুবক গ্রেফতার, বাজারমূল্য ১২.৫ লাখ

Youth arrested with 501 grams of heroin in Lalgola, market value Rs 12.5 lakh

Truth Of Bengal: মুর্শিদাবাদ জেলার সীমান্তবর্তী এলাকা লালগোলা থেকে উদ্ধার হল বিপুল পরিমাণে হেরোইন। শুক্রবার রাতে লালগোলা থানার অন্তর্গত রাজবাড়ির পিছনের এলাকা থেকে এক যুবককে গ্রেফতার করে পুলিশ। তার কাছ থেকে উদ্ধার হয়েছে ৫০১ গ্রাম হেরোইন, যার বাজারমূল্য প্রায় ১২ লক্ষ ৫০ হাজার টাকা।

ধৃত যুবকের নাম আব্দুল করিম। তিনি লালগোলা থানার চাটাইডুবি এলাকার বাসিন্দা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, লালগোলা মুক্ত সংশোধনাগারের পিছনের রাস্তায় রাজবাড়ির বাগানের পাশে একটি মোটরবাইকে চড়ে সন্দেহজনকভাবে ঘুরছিলেন তিনি। ওই সময় সেখানে টহলদারিরত পুলিশ সদস্যরা তাঁকে দেখতে পেয়ে থামান। পুলিশ দেখে আচমকাই অস্বাভাবিক আচরণ করতে থাকেন তিনি, যা পুলিশ সদস্যদের সন্দেহের উদ্রেক করে।

তারপর তাকে জিজ্ঞাসাবাদ করে ও তল্লাশি চালিয়ে পুলিশ ওই বিপুল পরিমাণ হেরোইন উদ্ধার করে। ভগবানগোলা এসডিপিও উত্তম গড়াই জানান, “আব্দুল করিমকে আটক করার পর তার কাছ থেকে যে হেরোইন উদ্ধার হয়েছে, তার আন্তর্জাতিক বাজারে মূল্য প্রায় ১২.৫ লক্ষ টাকা।”

এই ঘটনায় ধৃতের বিরুদ্ধে এনডিপিএস আইনে মামলা রুজু করা হয়েছে এবং শনিবার তাকে বহরমপুর এনডিপিএস আদালতে তোলা হয়। পুলিশ তার ৭ দিনের হেফাজত চেয়েছে। পুলিশ আরও জানিয়েছে, এই মাদক কারবারের পেছনে কোনো বড় চক্র রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে এবং তদন্ত চলছে।

এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। সীমান্তবর্তী এলাকা হওয়ায় মাদক পাচারকারীরা লালগোলাকে বারবার ব্যবহার করছে বলে অনুমান পুলিশের। মাদক দমনে পুলিশি তৎপরতা আরও বাড়ানো হবে বলেও আশ্বাস দিয়েছেন প্রশাসনের কর্তারা।

Related Articles