Uncategorizedখেলা

৭ বছরের খরা কাটল, হকিতে জাপানকে ধরাশায়ী ভারতের

Women's Asian Champions Trophy

The Truth of Bengal: ভারতের মাটিতে একদিকে যেখানে চলছে ক্রিকেটের মহাজজ্ঞ, যেখানে একের পর এক ম্যাচে জয় পাচ্ছে ব্লু আর্মি, ঠিক সেই একই সময়ে এবার সেই উচ্ছ্বাসের ঝুলিতে সংযোজিত হল আরও একটি ট্রফি। জাপানকে হারিয়ে এবারে মহিলা এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতে জয় পেল ভারত। সুপার সানডের সেই হাইভোল্টেজ ম্যাচে রাঁচিতে জাপানের টিমকে ৪-০ তে পরাজিত করে ভারত। শেষবার ভারত এই খেতাব জেতে ২০১৬ সালে। ৭ বছর পর আবার সেই ঘটনারই পুনরাবৃত্তি ঘটল এদিন।

এদিন খেলা শুরুর প্রথম কোয়ার্টারে উভয় দলই ছিল গোলশূন্য। তবে প্রথম চমক আসে ১৭ মিনিটের মাথায় যখন সঙ্গীতা কুমারীর হাত ধরে ভারতের ঝুলিতে একটি গোল আসে। নেহার সৌজন্যে দ্বিতীয় গোলটি আসে ৪৬ মিনিটের মাথায়। পাশাপাশি, ৩ এবং ৪ নম্বর গোলটি করেন যথাক্রমে লালরেমসিয়ামি এবং বন্দনা। অসামান্য এই জয়ের পর ভারতীয় মহিলা হকি দলের অধিনায়ক সবিতা পুনিয়ার বক্তব্য- “দারুণ অনুভূতি হচ্ছে।

ফাইনাল ম্যাচের আগে আমরা কিছুটা নার্ভাস ছিলাম। কারণ জাপান খুব ভালো দল। ওদের প্লেয়াররাও ভীষণ ভালো। হাফটাইমের পর আমরা আক্রমণাত্মকভাবে খেলেছি।” প্রসঙ্গত, গতবারের চ্যাম্পিয়ন জাপানকে হারিয়ে স্বভাবতই খুশি ভারতীয় দল। এছাড়া, হকিতে এই জয়ের পর হকি ইন্ডিয়ার সিদ্ধান্ত অনুযায়ী, প্রত্যেক খেলোয়াড়কে ৩ লক্ষ টাকা করে দেওয়া হবে। আর সব মিলিয়ে, ৭ বছরের খরা কাটিয়ে ভারতীয় মহিলা হকি দলের এই জয়ে যে খুশি ভারতবাসী, তা বলাবাহুল্য।

Free Access

Related Articles