Truth Of Bengal: গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে উত্তপ্ত লোহিত সাগর। ইয়েমেনের ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হাউথিরা একের পর এক হামলা চালাচ্ছে আমেরিকা ও ব্রিটেন-সহ বিভিন্ন দেশের বাণিজ্যিক জাহাজে। এর জবাবে পালটা আক্রমণ চালাচ্ছে মার্কিন সেনা। আর এবার সেই হামলার ভয়ঙ্কর ভিডিও নিজেই শেয়ার করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে ভিডিওটি পোস্ট করে ট্রাম্প লিখেছেন, “হাউথিরা হামলার পরিকল্পনা করতে এসেছিল। এখন ওদের আর কেউ নেই। ওরা আর আমাদের জাহাজ ডোবানোর সাহস দেখাবে না।” ভিডিওতে দেখা গিয়েছে, হাউথি যোদ্ধারা একটি জায়গায় সারি দিয়ে দাঁড়িয়ে ছিল। হঠাৎ একটি বোমা সেখানে এসে পড়ে। মুহূর্তের মধ্যেই পুরো জায়গাটি ধ্বংসস্তূপে পরিণত হয়। কোনও হাউথির অস্তিত্বই আর ছিল না।
President Trump shared aerial footage of a strike on a Houthi group preparing an imminent attack, now reduced to a crater and scorched earth.
“Oops, there will be no attack by these Houthis! They will never sink our ships again!”
Follow: @AFpost pic.twitter.com/TTDyQSGsfK
— AF Post (@AFpost) April 4, 2025
এই আক্রমণ সম্পর্কে নতুন তথ্য প্রকাশ্যে এনেছে মার্কিন ম্যাগাজিন দ্য আটলান্টিক। তারা জানায়, গত ১৫ মার্চ হাউথিদের উপর বড়সড় হামলার পরিকল্পনা করেছিল আমেরিকা। কিন্তু সেই গোপন তথ্যই ফাঁস হয়ে যায়। ‘হাউথি পিসি স্মল গ্রুপ’ নামের একটি চ্যাট গ্রুপের স্ক্রিনশটও ভাইরাল করে দেয় ম্যাগাজিনটি। এই ঘটনায় ব্যাপক অস্বস্তিতে পড়ে ট্রাম্প প্রশাসন। ডেমোক্র্যাটরা অভিযোগ তোলে, গোপন তথ্য ফাঁস হওয়ায় হাউথিরা আগেই সতর্ক হয়ে গেছে, যা জাতীয় নিরাপত্তার পক্ষে বিপজ্জনক।
তবুও সমস্ত বিতর্ক সরিয়ে রেখে হাউথিদের উপর শক্তি প্রয়োগে পিছপা হয়নি আমেরিকা। এর আগেও বহুবার ইয়েমেনে হাউথিদের ঘাঁটি গুঁড়িয়ে দিয়েছে মার্কিন বাহিনী।
প্রসঙ্গত, ২০২৩ সালের ৭ অক্টোবর গাজায় হামাস-ইজরায়েল যুদ্ধ শুরুর পর থেকেই হাউথিরা সক্রিয় হয়ে ওঠে। লোহিত সাগর এবং এডেন উপসাগরে একের পর এক পণ্যবাহী জাহাজে হামলা চালায় তারা। এর ফলে আন্তর্জাতিক বাণিজ্যে প্রভাব পড়ছে, খাদ্য ও ওষুধ পৌঁছাতে সমস্যা হচ্ছে সাধারণ মানুষের কাছে। এই কারণেই হাউথিদের দমন করতে এবার কড়া বার্তা দিল আমেরিকা।