Uncategorizedদেশরাজ্যের খবর
Trending

তৃণমূল কংগ্রেস এক ও ঐক্যবদ্ধ পরিবার, সিনিয়র-জুনিয়র দ্বন্দ্ব ভুলে একসুরে লড়াইয়ের রোডম্যাপ

Trinamool Congress One and United Family, Forget Senior-Junior Conflict Roadmap to Fight Together

The Truth OF Bengal: তৃণমূল পরিবারের একতা বজায় রয়েছে। অহেতুক বিজেপি-সিপিএম বিভ্রান্তি ছড়াচ্ছে। বিরোধীদের একহাত নিয়ে জানিয়ে দিলেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। একইসঙ্গে তিনি আরও একবার স্পষ্ট করেছেন,মমতা বন্দ্যোপাধ্যায় দলের সর্বময় নেত্রী,সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং সুব্রত বক্সি সিনিয়র নেতা।পর্যবেক্ষকরা মনে করছেন,সিনিয়র-জুনিয়র  দ্বন্দ্বের কথা উড়িয়ে দিয়ে তৃণমূল কংগ্রেস বুঝিয়ে দিল চব্বিশে ঐক্যবদ্ধ লড়াইয়ের ময়দানে থাকতে তাঁরা তৈরি।

বিজেপির মতো অপশক্তির চোখ রাঙানি উপেক্ষা করে লড়তে হবে।মমতা বন্দ্যোপাধ্যায় থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়,সকলেই একসুরে ডাক দেন।তবুও বিরোধীরা ছলেবলে কৌশলে আদি-নব্যের দ্বন্দ্ব চাউর করে চব্বিশের আগে ফায়দা তুলতে চাইছে।এই অভিযোগকে আরও স্পষ্টও পরিস্কার করে তুলে ধরল তৃণমূল কংগ্রেস।দলের ২৭তম প্রতিষ্ঠাদিবসের পর শাসকদের গোষ্ঠীবিরোধকে শিরোনামে জায়গা দেওয়া হয়।দেখে নেব ১জানুয়ারি  দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি সংগঠনের বিন্যাস নিয়ে কী বলেছিলেন।

  •  দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে
  • অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে লড়বে তৃণমূল
  • তৃণমূল কংগ্রেস ঐক্যবদ্ধ পরিবার
  • একমাত্র তৃণমূলই বিজেপিকে হারাবে

একসুরে লড়াইয়ের রোডম্যাপ দলের নেত্রীই ঠিক করে দেন।সেইমতো তৃণমূল কংগ্রেসের অন্যান্য নেতারাও একযোগে বিজেপি বিরোধী সংগ্রামে নামার কথাই তুলে ধরেন।

বিরোধীদের মতোই কোনও কোনও মহল থেকে বলা হয়, সুব্রত বক্সিও কুণাল ঘোষের মতভেদ রয়েছে।আদৌও কী তাই ? আসলে কী নেতৃত্বের ধারণার মধ্যে কোনও ফারাক আছে ? চব্বিশের আগে নানা প্রচার আর রংচড়ানো গল্পের মোড়ক তুলে শাসকদলের দাবি,

  • তৃণমূল কংগ্রেস এক ও ঐক্যবদ্ধ পরিবার
  • বিরোধীদের মাথা ঘামানোর দরকার নেই
  • সিনিয়র-জুনিয়রের মধ্যে কোনও ভেদ নেই
  • হতাশা থেকে বিরোধীরা অপপ্রচার করছে
  • মমতা বন্দ্যোপাধ্যায় দলের সর্বময় নেত্রী
  • অভিষেক সেনাপতি,সিনিয়র নেতা সুব্রত বক্সি

উন্নয়নের কাজকে সামনে রেখে, ইতিবাচক রাজনীতিতে তৃণমূল কংগ্রেস যে দায়বদ্ধ তাও দলীয় মুখপাত্র অবস্থান পরিস্কার করে দিয়েছেন।

তৃণমূল শীর্ষ নেতৃত্বের আরও দাবি, মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে তৈরি এই দল  । তাঁর লড়াই, আত্মত্যাগ, আন্দোলন, উন্নয়নই তৃণমূলের সম্পদ।মমতা বন্দ্যোপাধ্যায়ই একমাত্র মুখ।এই নিয়ে কোনও সংশয় নেই।

Free Access

Related Articles