ট্রেন চলাচল ব্যাহত ব্যান্ডেল-কাটোয়া শাখায়, ভোগান্তিতে নিত্যযাত্রীরা
Train movement disrupted on Bandel-Katwa branch

The Truth of Bengal: ব্যান্ডেল-কাটোয়া শাখায় হুগলির কুন্তিঘাট স্টেশনের কাছে রেলের ওভারহেডের তার ছিঁড়ে যাওয়ায় ট্রেন চলাচল ব্যাহত হয়েছে। ভোর ৫টা থেকে ডাউন লাইনে বন্ধ রয়েছে ট্রেন চলাচল। বিভিন্ন স্টেশনে আটকে পড়েছে একাধিক লোকাল। মেল এবং এক্সপ্রেস ট্রেন আপ লাইন দিয়ে পাস করানো হচ্ছে। এর ফলে নির্ধারিত সময়ের থেকে দেরিতে চলছে বেশ কয়েকটি দূরপাল্লার ট্রেন।
কাজের দিন হওয়ায় সমস্যায় পড়েছেন নিত্যযাত্রীরা। ভোরবেলা বহু কৃষক সবজি নিয়ে স্থানীয় বাজারে আসেন। তাঁরাও সমস্যায় পড়েছেন। কুন্তিঘাট স্টেশনের কাছে রেলের ওভারহেড তার মেরামতির কাজ চলছে। এদিন ৩৭৯১২ ডাউন হাওড়া লোকাল ৫.১৪ মিনিটে জিরাট থেকে ছেড়ে যাওয়ার কথা হলেও সকাল ৮টার পরেও জিরাট স্টেশন ছাড়েনি।
এরপর থেকে ৩ জোড়া ট্রেন পরপর দাঁড়িয়ে বিভিন্ন স্টেশনে।জিরাটের স্টেশনমাস্টার জানান, ডাউন লাইন বন্ধ থাকার জন্য সকালের দিকে কিছু এক্সপ্রেস ট্রেন আপ লাইন দিয়ে চালানো হয়েছে। ভোররাতে তার ছিঁড়ে যাওয়ার জন্য এই বিপত্তি।পরিস্থিতি স্বাভাবিক হতে সময় লাগবে বলেই মনে করা হচ্ছে।