Truth Of Bengal: তরুণ মুখোপাধ্যায়, হুগলি: হুগলির শ্রীরামপুর শহরের সুরকি ঘাটে রবিবার দুপুরে ঘটে গেল এক মর্মান্তিক দুর্ঘটনা। গঙ্গার ঘাটে স্নান করতে নেমে হঠাৎ জোয়ারের টানে গভীর জলে তলিয়ে যায় তিন কিশোর-কিশোরী। এদের মধ্যে দুইজন কিশোরী ও একজন কিশোর রয়েছে।
শ্রীরামপুর থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিখোঁজদের নাম নিসা রায় (১৭), অঞ্জলি মাহাত (১২) এবং রোহন প্রসাদ (১৬)। তারা সকলেই স্থানীয় শীতলাতলা এলাকার ২১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। দুপুরবেলা স্নানের উদ্দেশ্যে তারা গিয়েছিল সুরকি ঘাটে। তবে সেই আনন্দময় মুহূর্ত মুহূর্তেই রূপ নেয় ভয়াবহ ট্র্যাজেডিতে।
স্থানীয়দের দাবি, স্নান করার সময় হঠাৎ গঙ্গায় জোয়ার আসে। প্রবল স্রোতের টানে দুই কিশোরী জলে তলিয়ে যেতে থাকে। এই দৃশ্য দেখে রোহন তাদের বাঁচাতে গঙ্গায় ঝাঁপ দেয়। কিন্তু সে-ও জলের স্রোতে তলিয়ে যায়।
ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ এবং বিপর্যয় মোকাবিলা দপ্তরের ডুবুরি দল। গঙ্গায় স্পিডবোট নামিয়ে শুরু হয় তল্লাশি অভিযান। কিন্তু এই প্রতিবেদন লেখা পর্যন্ত তিনজনের কাউকেই উদ্ধার করা সম্ভব হয়নি।
ঘটনাস্থলে ছুটে আসেন ২১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শান্তনু গাঙ্গুলী। তিনি বলেন, “এই ঘটনার কথা শুনে আমরা হতবাক। বারবার সতর্কতা সত্ত্বেও গ্রীষ্মের ছুটিতে এমন দুর্ঘটনা ঘটে চলেছে। গঙ্গার ঘাটে নিরাপত্তা আরও বাড়ানো দরকার।”
এই সব ঘটনার পর গঙ্গা তীরবর্তী এলাকার মানুষজনের মধ্যে আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে। প্রশাসনের তরফ থেকে গঙ্গার ঘাটে বাড়তি নজরদারির আশ্বাস দেওয়া হয়েছে। তবুও প্রশ্ন উঠছে—প্রতিবারই কেন এমন দুর্ঘটনা ঘটছে? শিশু-কিশোরদের নিরাপত্তা নিয়ে কি যথেষ্ট সচেতনতা নেওয়া হচ্ছে? এখন সকলেই তাকিয়ে রয়েছেন উদ্ধারকারী দলের দিকে—প্রার্থনা, কোনো অলৌকিক উপায়ে হলেও যেন তিনজনের সন্ধান পাওয়া যায়
গঙ্গায় নেমে প্রান গেল তিন কিশোরের, মর্মান্তিক ঘটনা হুগলিতে pic.twitter.com/ZIulOaRI0z
— TOB DIGITAL (@DigitalTob) May 25, 2025
প্রত্যক্ষদর্শীদের থেকে জানা গিয়েছে, রবিবার বিকেলে ওই তিন কিশোর-কিশোরী সুরকি ঘাট এলাকায় গঙ্গার ধারে বেড়াতে আসে। প্রচণ্ড গরমের কারণে তাঁরা জলে নামার সিদ্ধান্ত নেয়। প্রথমে জল ধারে নামলেও ধীরে ধীরে ভেতরে চলে যায়। হঠাৎই দেখা যায়, তিনজনই জলে হাবুডুবু খাচ্ছে। আশেপাশে কেউ থাকলেও তাঁরা ততক্ষণে অনেকটা গভীরে চলে যাওয়ায় উদ্ধার করা সম্ভব হয়নি।