Uncategorized

পুঞ্চে পাক হামলায় ক্ষতিগ্রস্ত পরিবার ও শিশুদের সঙ্গে দেখা করলেন রাহুল

Rahul meets families and children affected by Pak attack in Poonch

Truth Of Bengal: জম্মু ও কাশ্মীরের পুঞ্চে সীমান্তে পাক গোলাবর্ষণে ক্ষতিগ্রস্ত পরিবার ও শিশুদের সঙ্গে দেখা করলেন কংগ্রেস নেতা তথা  লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। শনিবার সকালে জম্মু বিমানবন্দরে পৌঁছে সেখান থেকে হেলিকপ্টারে তিনি যান পুঞ্চে, যেখানে পাকিস্তানের মর্টার ও শেল হামলায় সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। সীমান্তবর্তী অঞ্চলের বাস্তব অবস্থা পরিদর্শনের পাশাপাশি রাহুল গান্ধী দেখা করেন ক্ষতিগ্রস্ত পরিবারগুলির সঙ্গে। তাদের পাশে থাকার বার্তা দেন তিনি। পরে পুঞ্চের একটি স্কুল পরিদর্শন করে ছাত্রছাত্রীদের সঙ্গে সময় কাটান এবং তাদের সঙ্গে খোলামেলা কথা বলেন।

শিশুদের মনোবল বাড়াতে তিনি বলেন, ‘ সদ্য তোমাদের ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে। কিন্তু চিন্তা কোরো না, সবকিছু স্বাভাবিক হয়ে যাবে। এই পরিস্থিতির মোকাবিলার উপায় হল— প্রচুর পড়াশোনা করা, খেলাধুলো করা এবং স্কুলে প্রচুর বন্ধু তৈরি করা।’  জম্মু ও কাশ্মীর কংগ্রেসের সভাপতি তারিক হামিদ কাররাও তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন। রাহুল আরও জানান, সীমান্তের মধ্যে সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছে পুঞ্চ অঞ্চলই।

প্রসঙ্গত, ২২ এপ্রিল পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর ‘অপারেশন সিঁদুর’-এর মাধ্যমে জবাব দেয় ভারতীয় সেনা। এর পর থেকেই পাক সেনার পাল্টা হামলায় পুঞ্চ ও আশপাশের সীমান্তবর্তী অঞ্চল ক্ষতিগ্রস্ত হয়। সেইসঙ্গে উপত্যকা জুড়ে ছড়িয়ে পড়ে আতঙ্ক। তবে এই পরিস্থিতি স্বাভাবিক হতেই  ২৫ এপ্রিল শ্রীনগরে গিয়ে জঙ্গি হামলায় আহতদের সঙ্গে দেখা করেছিলেন রাহুল গান্ধী। তখনও তিনি প্রশাসনিক আধিকারিক, লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা ও প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহর সঙ্গে বৈঠক করেছিলেন। এরপরেই এদিনের সফরে আমজনতাদের পাশে থাকার বার্তা দিলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী।

Related Articles