The Truth of Bengal: জ্যোতিপ্রিয় মল্লিককে গ্রেফতারের প্রতিবাদে মিছিল থেকে এই অভিযোগ করেন তৃণমূল নেতৃবৃন্দ।চক্রান্তের রাজনীতির বিরুদ্ধে রাস্তায় নেমে আন্দোলন জোরদার করার ডাকও দিয়েছেন রথীন ঘোষ সহ অন্যান্য নেতৃবৃন্দ।প্রাক্তন খাদ্য মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের গ্রেফতারির পিছনে রয়েছে বিজেপির রাজনৈতিক ষড়যন্ত্র। এই অভিযোগ করে তৃণমূল কংগ্রেস নেতৃবৃন্দ শনিবার একাধিক জায়গায় মিছিল করে।উঃ২৪পরগনা জেলার হাবড়া,মধ্যমগ্রাম, নৈহাটি,হালিশহর,বনগাঁ,বারাসত,বসিরহাট সহ বিভিন্ন স্থানে তৃণমূলের নেতা-কর্মীরে প্রতিবাদে মুখর হন।মধ্যমগ্রাম শহরজুড়ে এই মিছিল ঘিরে তৃণমূল স্তরের মানুষের মধ্যেও সাড়া পড়ে।নারী-পুরুষ নির্বিশেষে আপামর সাধারণ মানুষও মিছিলে পা মেলান। রাজ্যের বর্তমান খাদ্যমন্ত্রী রথীন ঘোষ পথ-মিছিল থেকেই বিজেপিকে নিশানা করেন। তৃণমূল নেতৃবৃন্দের প্রশ্ন ,কেউ দোষ করলে আইন অনুযায়ী ব্যবস্থা হোক,কিন্তু রাজনৈতিক উদ্দেশ্যে ইডি-সিবিআইকে কেন প্রতিহিংসার কাজে লাগানো হবে ?ঘাসফুলের পদ্ম নিশানা।
.বাংলার বকেয়ার দাবি পূরণের আন্দোলনে চাপে বিজেপি
. দিল্লি চাপে পড়েই মানুষের ইস্যু থেকে নজর ঘোরাচ্ছে
.কেন এজেন্সিকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা হচ্ছে
.প্রশ্ন তুলে গণ-আন্দোলনের ঝাঁঝ বাড়ানোর হুঁশিয়ারি তৃণমূলের
অন্যায়ভাবে জ্যোতিপ্রিয় মল্লিককে গ্রেফতার করা হচ্ছে বলে আন্দোলনকারীদের অভিযোগ।তাই পথে নেমে বাংলা বিরোধী রাজনীতিকে বুঝে নেওয়ার কথা বলেন বিধায়ক বিশ্বজিত্ দাস।তাঁর সাফকথা রাজনীতি হোক রাজনীতির ময়দানে। বিজেপি ঘুরপথে এজেন্সিকে ব্যবহার করে কোনও ফায়দা তুলতে পারবে না।তৃণমূলের তোপ, বিধায়ক হারিয়ে হারাধন হয়ে পড়া বিজেপি এই পথ পরিহার করুক।চব্বিশের আগে বিজেপি যত এই এজেন্সিকে কাজে লাগাবে ততই তাঁরা বাংলা থেকে রাজনৈতিকভাবে কোণঠাসা হয়ে পড়বে।মানুষ অভিজ্ঞতার আলোকে বিজেপিকে চিনে নিতে ভুল করবে না বলেও দাবি আন্দোলনকারী তৃণমূল নেতাদের।
Free Access