Uncategorizedদেশ

নগদ লেনদেন আর নয়, নতুন নিয়ম চালু দিল্লির এইমস হাসপাতালে

No more cash transactions, new rules introduced at Delhi's AIIMS Hospital

 The Truth Of Bengal: নতুন নিয়ম চালু হচ্ছে দিল্লির এইমস হাসপাতালে। নগদ লেনদেন তুলে দিয়ে স্মার্ট কার্ডের মাধ্যমেই আর্থিক লেনদেনের সিদ্ধান্ত নিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।এই নয়া নিয়ম চালু হতে পারে চলতি বছরের ৩১শে মার্চের মধ্যে। কেন এই নিয়ম চালু করার কথা ঘোষণা করেছে  হাসপাতাল কর্তৃপক্ষ? এই নিয়ম চালু হলে কি কি সুবিধা মিলবে?

আসলে প্রায়শই হাসপাতালের  বিল নিয়ে নানাবিধ অভিযোগ সামনে আনেন রোগীর পরিজনেরা। তবে ডিজিটাল পেমেন্ট সিস্টেম চালু হলে অনেক সুবিধা মিলবে।স্মার্ট কার্ড সিস্টেম চালু হলে, রোগীর পরিবারের থেকে হাসপাতাল কর্তৃপক্ষ বেশি টাকা নিতে পারবে না, ফাঁকি দিতে পারবে না রোগীর পরিবারও।

এইমস স্মার্ট কার্ড টপ আপ কাউন্টার ছাড়া আর কোনও কাউন্টারেই নগদ লেনদেন হবে না। জানানো হয়েছে, ইউপিআই, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড ছাড়া, একমাত্র এইমস স্মার্ট কার্ড দিয়েই পেমেন্ট সম্পন্ন করতে হবে । এর ফলে হাসপাতালের বিলের স্বচ্ছতা বজায় থাকবে বলেই জানানো হয়েছে এইমস হাসপাতালের পক্ষ থেকে।

Free Access 

Related Articles