বক্স অফিসে ঝড় তুলছে ‘কেশরী চ্যাপ্টার ২’, কত আয় করল অক্ষয়ের ছবি?
'Kesari Chapter 2' is taking the box office by storm, how much did Akshay's film earn?

Truth Of Bengal: চলতি মাসেই মুক্তি পেয়েছে অক্ষয় কুমারের ‘কেশরী চ্যাপ্টার ২’। প্রত্যাশা মতোই মুক্তির পর থেকেই বক্স অফিসে জমিয়ে ব্যবসা করে চলেছে ‘কেশরী চ্যাপ্টার ২’। কেশরী চ্যাপ্টার ২ ছবিটি শনিবার বক্স অফিসে ৭ কোটি টাকার ব্যবসা করেছে। এমনটাই সচনিল্কের রিপোর্টে জানানো হয়েছে।
ফলে বর্তমানে অক্ষয় কুমার অভিনীত ছবিটির মোট বক্স অফিস কালেকশন গিয়ে দাঁড়িয়েছে ৫৭ কোটি ১৫ লাখ টাকায়। কেশরী চ্যাপ্টার ২ ছবিটি প্রথম সপ্তাহে বক্স অফিসে ৪৬ কোটি ১০ লাখ টাকা আয় করেছে। দ্বিতীয় শুক্রবার এই ছবির আয়ের পরিমাণ ছিল ৪ কোটি ৫ লাখ টাকা। যেটা শনিবার আসতেই এক লাফে অনেকটাই বেড়েছে। অর্থাৎ যত সময় যাবে ততই বাড়বে ছবির বক্স অফিস কালেকশন।
উল্লেখ্য, ‘কেশরী চ্যাপ্টার ২’-তে দেখানো হয়েছে ১৯১৯ সালে ঘটে যাওয়া জালিওয়ানওয়ালা বাগ হত্যা কাণ্ডের অজানা ঘটনা। ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন অক্ষয় কুমার, আর মাধবন, অনন্যা পান্ডে। ছবিতে অক্ষয় কুমার আইনজীবী সি. শংকরণ নায়ারের ভূমিকায় অভিনয় করেছেন। ছবিতে আর. মাধবন অক্ষয় কুমারের বিরুদ্ধে মামলা লড়াই করছেন। এছাড়াও আনন্যা পাণ্ডেও বেশ সাবলীল ছবিতে। ছবিটি পরিচালনা করেছেন করণ সিং ত্যাগী।
ছবিটির প্রযোজনা করেছে ধর্মা প্রোডাকশন, লিও মিডিয়া কালেকটিভ এবং কেপ অব গুড ফিল্মস। চলতি মাসের ১৮ তারিখ বড়পর্দায় মুক্তি পেয়েছে অক্ষয় কুমারের ‘কেশরী চ্যাপ্টার ২’। এখন দেখার শেষমেশ বক্স অফিসে কত কোটির ব্যবসা করতে পারে এই ছবি।