স্ত্রীকে অ্যাসিড খাইয়ে প্রাণে মারার চেষ্টা স্বামীর, পলাতক স্বামীর খোঁজে বোলপুর পুলিশ…
Husband tried to kill his wife by eating acid, Bolpur police is looking for the absconding husband...

The Truth Of Bengal: স্ত্রীকে অ্যাসিড খাইয়ে প্রাণে মারার চেষ্টা স্বামীর। স্বামীর অন্য মহিলার সাথে ঘনিষ্ঠ মুহূর্তের ছবি পেয়ে তার প্রতিবাদ, এবং সেই প্রতিবাদ করায় মহিলাকে অ্যাসিড খাইয়ে প্রাণে মারার চেষ্টা করে স্বামী। অভিযুক্ত স্বামী নকিমুদ্দিন শেখ এর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের।
স্বামীর অন্য মহিলার সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্তের ছবি হাতে পেয়ে তার প্রতিবাদ করায় অ্যাসিড খাইয়ে প্রাণে মারার অভিযোগ স্বামীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বীরভূমের কীর্নাহারে। আহত মহিলার নাম আরফিন খাতুন বাড়ি কীর্নাহার থানার বলরামপুর গ্রামের। পরিবার সূত্রে জানা যায়, গত ১১ বছর আগে আরফিন খাতুন এর সঙ্গে বিয়ে হয় বীরভূমের পারুই থানার সাত্তর গ্রামের নকিমুদ্দিন শেখ এর সাথে। বিয়ের পর ৮ বছরের ও ৩ বছরের দুটি মেয়ে সন্তান রয়েছে। মেয়ের বাপের বাড়ির তরফে অভিযোগ, বিয়ের দেড় বছর পর থেকে বিভিন্ন গ্রামে গিয়ে মেয়েদের সাথে বিয়ের প্রস্তাব দিয়ে ঘনিষ্ঠ করে তার প্রতিবাদ করতে গেলে আরফিন খাতুনের উপর মারধর ও অত্যাচার শুরু হয়। গত ৭ বছর আগে এই নিয়ে পারুই থানায় অভিযোগ দায়ের করা হয়। তারপর, মীমাংসা করে শ্বশুর বাড়ি ফিরে যায়। তারপরও চলে মারধর, অত্যাচার ও প্রাণে মারার চেষ্টা।
পরিবারের লোকজন শুক্রবার পারুই থানায় অভিযুক্ত স্বামী নকিমুদ্দিন শেখ এর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করে। ওই মহিলাকে শুক্রবার রাতে বোলপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানে চিকিৎসা করে। অভিযুক্ত স্বামীর কঠোর শাস্তির দাবি জানাচ্ছে স্ত্রী এবং তার পরিবার।
Free Access