
The Truth of Bengal: দিল্লির দূষণের পরিস্থিতি বদলাচ্ছে না। দিনদিন আরও অবনতি হচ্ছে দূষণের চিত্র। বিষাক্ত ধোঁয়ায় ঢেকে আছে দিল্লি এবং সংলগ্ন এলাকার আকাশ। এয়ার কোয়ালিটি ইনডেক্স ইতিমধ্যেই ৪০০ পার করেছে। যা নিরাপদ মাত্রার চেয়ে ৮০ গুণ বেশি। দূষণের কবলে পড়ে ইতিমধ্যে প্রচুর মানুষ অসুস্থ হয়ে পড়ছেন। বেশিরভাগ মানুষের শ্বাসকষ্টজনিত সমস্যা দেখা দিয়েছে। চিকিৎসকরা জানাচ্ছেন দিল্লির দূষণ ফুসফুসে ক্যানসার হওয়ার সম্ভাবনা কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে।
.দিল্লির আকাশে এয়ার কোয়ালিটি ইনডেক্স-এর পরিমাণ ৪৮৮
.ফুসফুস সংক্রান্ত রোগের সম্ভাবনা ৩০ শতাংশ বেড়ে গিয়েছে
.দিল্লিতে শ্বাস নেওয়া মানে ৪০-৫০টি সিগারেট খাওয়ার সমান
.১০ নভেম্বর পর্যন্ত দিল্লির সব প্রাথমিক স্কুলে ছুটি দেওয়া হয়েছে
.দূষণ মোকাবিলায় এখন সব ধরনের নির্মাণ কাজও বন্ধ দিল্লিতে
.গাড়ির ক্ষেত্রেও ফিরিয়ে আনা হয়েছে জোড়-বিজোড় ফর্মুলা
সাম্প্রতিক এক সমীক্ষায় উঠে এসেছে দিল্লি ভারতের মধ্যে সবথেকে দূষিত শহর। গত কয়েক বছর ধরে প্রাক শীতের সময় বজায় থাকছে দিল্লির এই দূষণ চিত্র। সারা বছর দূষণ থাকলেও অক্টোবরের শেষদিক থেকে দিল্লির বাতাসের দূষণ ভয়ানক পর্যায়ে যাচ্ছে। মোকাবিলায় একাধিক পদক্ষেপ করেও দিল্লিতে বাগে আসছে না দূষণ। আগামী ১০ নভেম্বর পর্যন্ত দিল্লির সমস্ত প্রাথমিক স্কুলে ছুটি দেওয়া হয়েছে। বাকি ক্ষেত্রে ক্লাস অনলাইনে করানোর পরামর্শ দেওয়া হয়েছে। এখন সব ধরনের নির্মাণ কাজও বন্ধ রয়েছে দিল্লিতে। গাড়ির ক্ষেত্রেও ফিরিয়ে আনা হয়েছে জোড়-বিজোড় ফর্মুলা। যদিও কোনওকিছু করে দূষণ থেকে মুক্তি পাচ্ছে না দিল্লির মানুষ। দিল্লির দূষণ নিয়ে এবার কড়া মন্তব্য করল সুপ্রিম কোর্ট। রাজধানীর বায়ুদূষণ রাজনীতির যুদ্ধক্ষেত্র হয়ে উঠতে পারে না বলে মন্তব্য করল শীর্ষ আদালত। দেশের রাজধানীতে মানুষের স্বাস্থ্যকে হত্যা করা হচ্ছে বলে তীব্র ভর্ৎসনা করল সুপ্রিম কোর্ট। দীপাবলির আগে বাজি কেনাবেচার ওপর নিষেধাজ্ঞা চেয়ে আবেদন জমা পড়েছিল। মঙ্গলবার সেই মামলার শুনানিতেই এমন মন্তব্য করল শীর্ষ আদালত। একইসঙ্গে পরামর্শ দেওয়া হয়েছে রাজনৈতিক কাদা ছোড়াছুড়ি বন্ধ রেখে পরিস্থিতি থেকে মুক্তি পাওয়ার উপায় বের করতে।