Uncategorizedদেশ

শুল্ক যুদ্ধের মাঝেই মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য আলোচনার বসার ইচ্ছা চিনের

China wants to hold trade talks with US amid tariff war

Truth Of Bengal : মার্কিন যুক্তরাষ্ট্র এবং চিনের মধ্যে কার্যত শুল্ক যুদ্ধ শুরু হয়েছে। চিনা পণ্য আমদানির ক্ষেত্রে শুল্কের হার ১৪৫ শতাংশ থেকে এক ধাক্কায় বাড়িয়ে ২৪৫ শতাংশ করেছে ট্রাম্প প্রশাসন। এরপরেই শুল্ক নিয়ে কিছুটা সুর নরম চিনের বাণিজ্য মন্ত্রণালয়ের। বৃহস্পতিবার চিনের তরফে জারি হয়েছে বিব্রতি। সেখানে বলা হয়েছে, চিন মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য নিয়ে আলোচনা করতে প্রস্তুত। পাশাপাশি চিনের তরফে শুল্ক হুমকি বন্ধ করার জন্য যুক্তরাষ্ট্রের কাছে আবেদন করা হয়েছে।

এই প্রসঙ্গে চিনের বাণিজ্য মন্ত্রণালয়ের মুখপাত্র হে ইয়ংকিয়ান বলেছেন, আমেরিকার উচিত চিনের সাথে সমানভাবে আলোচনা করা। সেইসঙ্গে সমস্যাগুলি দ্রুত সমাধান করা। চলমান বাণিজ্য বিরোধের প্রতিশোধ হিসেবে চিন ২৪৫% পর্যন্ত শুল্ক আরোপের সম্মুখীন হতে পারে, হোয়াইট হাউসের তরফে ঘোষণা হতেই ভোলবদল হল চিনের। আর তা নিয়ে রাজনৈতিক বিশেষজ্ঞদের মধ্যে শুরু হয়েছে আলোচনা।

উল্লেখ্য,আমেরিকার সঙ্গে চলতি শুল্কযুদ্ধে ইতিমধ্যে হার না মানা মনোভাব স্পষ্ট করে দিয়েছে বেজিং। পাল্টা হিসেবে মার্কিন পণ্য আমদানিতে ১২৫ শতাংশ শুল্ক চাপিয়েছে তারা।  বন্ধ করে দিয়েছে কিছু বিরল ধাতু রপ্তানি।  এরপরেই চিনের ওপর ২৪৫% পর্যন্ত শুল্ক আরোপের হুঁশিয়ারি দেয় ট্রাম্প প্রশাসন।

তবে চিন এরআগে মার্কিন যুক্তরাষ্ট্রের  ভারী শুল্ক আরোপের হুমকি উড়িয়ে দিয়েছিল। সেইসময় তাদের যুক্তি ছিল শুল্ক বৃদ্ধি যদি অব্যাহত থাকে তাহলে ওইদিকে বিশেষ মনযোগ দেবে না চিন। শুধু তাই নয় বুধবার চিনের বাণিজ্য মন্ত্রণালয়ের তরফে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয় চিনা পণ্যের উপর মার্কিন যুক্তরাষ্ট্রের  বারবার শুল্ক আরোপ একটি “সংখ্যার খেলা” ছাড়া  কিছুই নয়। এই বক্তব্যের ২৪ ঘন্টার পরেই ট্রাম্প প্রশাসনের সঙ্গে বাণিজ্য নিয়ে আলোচনা করার ইচ্ছা প্রকাশ করল জিনপিংয়ের দেশ।

Related Articles