Uncategorizedদেশ
লোকসভার আগেই চালু হতে পারে সিএএ, চমকের রাজনীতি বলে কটাক্ষ বিরোধীদের
CAA may be introduced before Lok Sabha

The Truth Of Bengal : লোকসভার আগেই চালু হতে পারে সিএএ। নাগরিকত্ব সংশোধনী আইন চালুর আভাস মিলল এবার। আভাস দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রকের আধিকারিক। শীঘ্রই আইনের ধারা তৈরি হয়ে যাবে বলে জানা যাচ্ছে। তারপরই কার্যকর হবে, দাবি কেন্দ্রের।
সিএএ আইন ঘিরে দেশজুড়ে বিতর্ক। নাগরিকত্ব প্রদানের চমক কেন্দ্রের। উদ্বাস্তুদের অধিকার দেওয়ার প্রতিশ্রুতি ,বাংলাদেশ-পাকিস্তান থেকে আসেন উদ্বাস্তুরা।তাঁদের নিয়ে খেলা চলছে বলে একাধিকবার কটাক্ষ করে তৃণমূল।পুরোটাই লোক দেখানো ব্যাপার বলেও তোপ দাগেন তৃণমূল সুপ্রিমো। ২০১৯-এর ১২ ডিসেম্বর সিএএ আইন হয়। ৪ বছর পর এখনও তা কার্যকর হয়নি।
আইনের ধারা তৈরির জন্য সময় চায় কেন্দ্র।৬মাস অন্তর সময় চাওয়া হয় কেন্দ্রের তরফে। তবে গোটা বিষয়কেই আসলে চমকের রাজনীতি মনে করছে বিরোধীরা।
FREE ACCESS