স্বচ্ছ নির্বাচনের ক্ষেত্রে এজেন্সি নিয়োগ, ১০০ মিনিটে পৌঁছবে কমিশনের প্রতিনিধিরা
Appointment of agency in case of transparent election

The Truth Of Bengal : লোকসভা ভোটের নজরদারি এবার কাজে লাগানো হবে কেন্দ্রীয় এজেন্সি। এজেন্সিকে নিয়ে একটি পোর্টাল তৈরি করা হবে। নির্বাচনে আর্থিক দুর্নীতি ঠেকাতে পোর্টালের সাহায্য নেওয়া হবে। ভোটের প্রস্তুতি খতিয়ে দেখতে এসে একথা জানান মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার। আধারকার্ড যাঁদের বাতিল হয়েছে,তাঁদের ভোট দিতে কোনও অসুবিধা হবে না বলে ভোটারদের আশ্বস্ত করেন তিনি।
চব্বিশের লোকসভা ভোটের দিন ঘোষণা সময়ের অপেক্ষা।একদফায় না অনেক দফায়,এই নিয়ে চলছে চর্চা।একুশের বিধানসভা ভোটের উদাহরণ দেখে অনেকেই এবিষয়টি জানতে চান।এরমধ্যে তৃণমূল কংগ্রেস দাবি তুলেছে,বিজেপির সুবিধা করে দিতে অনেক দফায় ভোট করলে চলবে না।পর্যাপ্ত নিরাপত্তা রক্ষী দিয়ে একদফায় ভোট করতে হবে।এব্যাপারে মঙ্গলবার কেন্দ্রীয় নির্বাচন কমিশনের সাংবাদিক বৈঠকেও জানার চেষ্টা করা হয়।কিন্তু মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার বলেন,পরবর্তী সময় সবদিক বিবেচনা করে তাঁরা জানাবেন।
- ভোটের অশান্তি রুখতে জিরো টলারেন্স নীতি
- নির্বাচনের নজরদারিতে এবার কেন্দ্রীয় এজেন্সি
- একাধিক কেন্দ্রীয় এজেন্সিকে নিয়ে তৈরি হবে পোর্টাল
- নির্বাচনে দুর্নীতি আটকাতে পোর্টালের সাহায্য
- কালো টাকার কারবার রুখতে ইডি-আয়করের নজরদারি
লোকসভা ভোটের প্রস্তুতি খতিয়ে দেখতে রাজ্যে এসেছে মুখ্য নির্বাচন কমিশনারের নেতৃত্বাধীন ফুল বেঞ্চ। মঙ্গলবার সাংবাদিক বৈঠকের আগে ২২টি কেন্দ্রীয় এজেন্সির সঙ্গে বৈঠক করে কমিশন।
”সর্বদল বৈঠকে একাধিক রাজনৈতিক দলের কাছ থেকে আমাদের কাছে প্রস্তাব আসে, ভোট দিতে আধার কার্ডের বিকল্প ব্যবস্থা রাখার জন্য।” সে প্রসঙ্গে কমিশনার জানান, “ভোট দেওয়ার জন্য আধার কার্ডই লাগবে এমন কোনও বিষয় নেই। ভোটার স্লিপ ৫ থেকে ৬ দিন আগে পেয়ে যাবেন ভোটাররা। যদি কারও আধার কার্ড না থাকে তাহলেও তিনি ভোট দিতে পারবেন।
FREE ACCESS