মদ্যপ অবস্থায় বাইক আরোহীকে ধাক্কা, গ্রেফতার অভিনেতা সম্রাট মুখোপাধ্যায়
Actor Samrat Mukherjee Arrested For Hitting Bike Rider While Drunk

Truth Of Bengal: মধ্যরাতে মদ্যপ অবস্থায় বেপরোয়া গতি গাড়ি চালিয়ে ভয়াবহ পথ দুর্ঘটনা। পুলিসের হাতে গ্রেফতার ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা সম্রাট মুখোপাধ্যায়। সোমবার গভীর রাতে রাজা রামমোহন রায় রোডে ঘটনাটি ঘটে। তাঁর গাড়ির ধাক্কায় গুরুতর আহত হন এক বাইক আরোহীও। জানা গিয়েছে, মদ্যপ অবস্থায় তিনি গাড়িটি নিয়ে প্রথমে একটি দেওয়ালে ধাক্কা মারে। এরপর এক বাইক আরোহীকে ধাক্কা মারেন। তড়িঘড়ি আহত বাইক আরোহীকে সেখান থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনায় ইতিমধ্যেই অভিনেতাকে গ্রেফতার করেছে পুলিস। জানা যাচ্ছে, মঙ্গলবারই তাঁকে আলিপুর আদালতে তোলা হবে।
ছোটোপর্দার বেশ জনপ্রিয় মুখ সম্রাট মুখোপাধ্যায়। শুধুমাত্র ছোটোপর্দায় অভিনয়ই নয়, মডেল হিসেবেও বহু কাজ করেছেন সম্রাট। রয়েছে অ্যাক্টিং ও মডেলিং-এর বিশাল ইনস্টিটিউটও। যেখান থেকে বহু সফল অভিনেতা অভিনেত্রীরা কাজ করছেন টলি দুনিয়ায়। তাঁর স্ত্রী ময়না মুখোপাধ্যায়ও বেশ জনপ্রিয় একজন অভিনেত্রী। জানা যাচ্ছে সোমবার গভীর রাতে মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন সম্রাট। রাজ সাড়ে ১২টা নাগাদ কাজ সেরে বেহালা থেকে টলিগঞ্জের দিকে যাচ্ছিলেন তিনি। তখনই রাজা রামমোহন রায় রোডে এক বাইক আরোহীকে ধাক্কা মারে। সজোরে ধাক্কা মারায় বাইক থেকে ছিটকে পড়েন বাইক আরোহী।
জানা গিয়েছে গুরুতর জখম হয়েছেন বছর ২৯-এ ওই যুবক। প্রথমে তাঁকে এম আর বাঙুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে তাঁর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে স্থানান্তরিত করা হয় এসএসকেএম হাসপাতালে। জানা গিয়েছে একটি আইসক্রিম কারখানায় কাজ করে ওই যুবকটি। দুর্ঘটনায় ভেঙে গিয়েছে হাঁটু ও কোমর।
সোমবার গভীর রাতের এই ঘটনা আরও একবার উস্কে দিল বিক্রম চট্টোপাধ্যায়ের কাণ্ডের স্মৃতি। অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়ের বেপরোয়া গাড়ির গতির বলি হতে হয় একজনকে। দুর্ঘটনায় প্রাণ হারান একজন। সম্রাটের এই ঘটনা প্রকাশ্যে আসতেই ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় এই ঘটনায় নিন্দার ঝড় তুলেছে নেটিজেনরা।