সাত সকালে গ্রামে দাঁতাল হাতি দল, হাতির হামলায় মৃত্যু এক মহিলার
A group of elephants attacked the village in the morning, a woman died in an elephant attack.

Truth Of Bengal: সাত সকালে হাজির হাতি দল। নয়াগ্রাম থেকে সুবর্ণরেখা পেরিয়ে সাতসকালে হাজির দাঁতাল হাতির দল। ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর দু’নম্বর ব্লকের বাঘুয়াশোল, বড় আসনবনী এলাকায় প্রবেশ করে ২০ থেকে ২৫ টি দাঁতাল হাতির একটি দল।
সাত সকালেই দাঁতাল হাতি প্রবেশ করাই আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। হাতি দেখতে এলাকার মানুষ ব্যাপক ভিড় জমান। এছাড়াও হাতি গুলি চাষের জমির উপর দিয়ে যাওয়ার ফলে ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন এলাকার মানুষ।
দিন যত যাচ্ছে ততোই বাড়ছে ঝাড়গ্রামে হাতির দৌড়াত্ব। আজ সকালে ঝাড়গ্রাম জেলার নয়াগ্রাম ব্লকের ছোট ঝরিয়া এলাকায় হাতির হামলায় মৃত্যু হয় একজনের। এর ফলে ব্যাপক চঞ্চল্য ছড়িয়ে পড়ে। জানা গিয়েছে ওই মহিলা সকাল বেলায় ঘুরতে বেরিয়েছিলেন। হঠাৎ হাতির মুখোমুখি পড়ে গেলে হাতি সুড় দিয়ে তাকে আছাড় মারে। আর তাতেই মৃত্যু হয় ওই মহিলার।