Uncategorizedআন্তর্জাতিক
Trending

ইউক্রেনের শান্তি নিয়ে আলোচনায় ৮৩টি দেশ, দীর্ঘস্থায়ী শান্তি ফিরিয়ে আনতে ১০ দফা প্রস্তাব…

83 countries in Ukraine peace talks, 10-point proposal to restore lasting peace

The Truth Of Bengal: ইউক্রেনে শান্তি ফিরিয়ে আনার জন্য একটি অভিন্ন সিদ্ধান্তে পৌঁছাতে ৮০টির বেশি দেশের মধ্যে বৈঠক হয়েছে। সুইজারল্যান্ডের দাভোসে এ বৈঠক হয়। বৈঠকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির কার্যালয়ের শীর্ষ আধিকারিক আন্দ্রি ইয়েরমাক ও সুইজারল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী ইগনাজিও ক্যাসিস যৌথভাবে ওই বৈঠকে সভাপতিত্ব করেন।

 ইউক্রেনে শান্তি ফিরিয়ে আনার জন্য একটি অভিন্ন সিদ্ধান্তে পৌঁছাতে ৮০টির বেশি দেশের মধ্যে বৈঠক হয়েছে। সুইজারল্যান্ডের দাভোসে এ বৈঠক হয়। বৈঠকে সভাপতিত্বকারী করেন সুইস পররাষ্ট্রমন্ত্রী। সুইস পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, আলোচনায় রাশিয়াকে অন্তর্ভুক্ত করার বিষয়টি নিয়ে এখনো সুরাহা হয়নি। ইউক্রেনে রাশিয়ার হামলার দুই বছর হতে চলল। ইউক্রেনে দীর্ঘস্থায়ী শান্তি ফিরিয়ে আনতে দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ১০ দফা প্রস্তাব দিয়েছেন। সেই প্রস্তাবের ভিত্তিতে ৮৩টি দেশের নিরাপত্তা উপদেষ্টারা চতুর্থবারের মতো আলোচনায় বসলেন।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির কার্যালয়ের শীর্ষ আধিকারিক আন্দ্রি ইয়েরমাক ও সুইজারল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী ইগনাজিও ক্যাসিস যৌথভাবে ওই বৈঠকে সভাপতিত্ব করেন।

এক সংবাদ সম্মেলনে ক্যাসিস বলেন, প্রস্তুতি নেওয়াটাই উদ্দেশ্য, যেন সময় হলেই রাশিয়ার সঙ্গে আলোচনার প্রক্রিয়া শুরু করে দেওয়ার মতো প্রস্তুতি থাকে। তিনি মনে করেন, আলোচনায় রাশিয়াকে অন্তর্ভুক্ত করার পথ খুঁজে বের করা প্রয়োজন। তবে এখন পর্যন্ত কিয়েভ কিংবা মস্কো কেউই এ ধরনের পদক্ষেপ নিতে প্রস্তুত নয় বলে উল্লেখ করেন ক্যাসিস। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের পাঁচ দিনের বার্ষিক সম্মেলন শুরুর আগে সুইজারল্যান্ডের পূর্বাঞ্চলীয় দাভোসে বিলাসবহুল স্কি রিসোর্টে বৈঠকটি হয়। সোমবার জেলেনস্কির সুইজারল্যান্ড সফরে যাচ্ছেন বলে জানাগিয়েছে। তিনি সেখানে অনুষ্ঠিত বিশ্বের ব্যবসায়ী ও রাজনৈতিক ব্যক্তিদের এক বার্ষিক সম্মেলনে যোগ দেবেন। যেখানে চীনা প্রধানমন্ত্রী লি কিয়াংও দাভোস সফর করছেন।

জেলেনস্কির কার্যালয়ের শীর্ষ কর্মকর্তা আন্দ্রি ইয়েরমাক এক সংবাদ সম্মেলনে বলেন, ইউক্রেনের জন্য সর্বাঙ্গীণ, ন্যায্য ও দীর্ঘস্থায়ী শান্তি নিশ্চিতে গুরুত্বপূর্ণ নীতিগুলো ঠিক করার জন্য খোলামেলা, গঠনমূলক এবং বিস্তারিত আলোচনা হয়েছে।

Free Access

Related Articles