Uncategorizedরাজ্যের খবর

বাইক ও সাইকেলের মুখোমুখি সংঘর্ষে মৃত ১, আহত ৪

1 dead, 4 injured in collision between bike and bicycle

The Truth Of Bengal : জলপাইগুড়ি, বাইক ও সাইকেলের মুখোমুখি সংঘর্ষ। শনিবার রাতে দুর্ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি জেলার অন্তর্গত ধূপগুড়ি পুরসভার নয় নম্বর ওয়ার্ডের বটতলা রেলগেট সংলগ্ন এলাকায়। ঘটনায় আহত পাঁচ। এরমধ্যে চারজনের আঘাত গুরুতর হওয়ার তাদের জলপাইগুড়ি সুপার স্পেশালিস্টি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।

স্থানীয় সূত্রে খবর, এক সাইকেল আরোহী সাইকেলে আরেক জনকে নিয়ে কদমতলার দিক থেকে ধূপগুড়ির দিকে আসছিলেন। সেই সময় দ্রুতগামী একটি বাইক সজোরে সাইকেলে গিয়ে ধাক্কা মারে। এরপর নিয়ন্ত্রণ হারিয়ে বাইকটি রাস্তার পাশে গাছে মারে। বাইকে থাকা তিনজন ছিটকে পড়েন। ঘটনায় বাইকে থাকা তিনজন সহ সাইকেলের দুইজন গুরুতর আহত হয়। এরপর স্থানীয়রা দমকলে খবর দিলে ঘটনাস্থলে দমকল কেন্দ্রের কর্মীরা পৌছে তাদের উদ্ধার করে ধূপগুড়ি গ্রামীন হাসপাতালে নিয়ে যায়। তবে চারজনের আঘাত গুরুতর হওয়ায় রাতেই তাদের জলপাইগুড়ি স্থানান্তরিত করা হয়।ঘটনার খবর পেয়েই হাসপাতালে পৌছায় ধূপগুড়ি ট্রাফিক গার্ড ও পুলিশ। আহত পাঁচজনের মধ্যে সাইকেল আরোহী দুইজনের বাড়ি পুরসভার ১৬ নম্বর ওয়ার্ডে এবং বাকি তিনজনের বাড়ি বারোঘরিয়া এলাকায় বলে জানা গেছে।

তবে দুর্ঘটনা কমাতে সেফ ড্রাইভ সেভ লাইফ নিয়ে রাজ্য জুড়ে প্রচার চললেও একশ্রেণীর মানুষ যে এখনো অসচেতন সেটাই আরোও একবার প্রমাণ হল।

Related Articles