ভ্রমণ

ডুয়ার্সের আশ্চর্য ‘উল্টো বাড়ি’

West Bengal Tourism

The Truth of Bengal: পাহাড়েতো অনেকবার গেছেন। দেখেছেন পাহাড়ের ঢালে ছোট বড় নানা আকারের বাড়ি। সব বাড়ির সামনেই দেখবেন নানা রঙের সুন্দর ফুলের বাগান। কিন্তু পাহাড়ি পরিবেশ আর নানা রঙের ফুলের মাঝে কখনও  কি দেখেছেন উলটানো বাড়ি? শুনে হাসি পেলেও আলিপুরদুয়ারে গেলে দেখতে পাবেন উল্টো বাড়ি। বাড়ির ভিতরের ছাদ থেকে শুরু করে সব কিছুই উল্টো। ছাদ মাটিতে, শোয়ার রুমে মাথার উপরে বিছানা, বাথরুমের ও সমস্ত জিনিসপত্র মাথার উপরে ঝুলছে, বাড়ির প্রবেশ দ্বারেই আস্ত একটি গাড়ি ঝুলছে। প্রথমে মনে হতেই পারে এই বুঝি আপনার মাথায় পড়ল গাড়িটি। কিন্তু এই উল্টো বাড়ির সব কিছুই ভালো করে উপরের দিকে লাগানো।

তাই আপনার মাথার উপর পড়ার কোন আশঙ্কা নেই। দেখে অদ্ভুত মনে হলেও এই উল্টো বাড়ি দর্শনে আছে বেশ আনন্দ। প্রথমে এই বাড়ি দেখেই আপনার একবারের জন্য মনে হবে কেউ হয়ত হাতে করে তুলে এনে বাড়িটি উল্টো ভাবে রেখেছে। বাড়ির জানালা, দরজা সব কিছুই উল্টো। আপনার মনে বাড়িটি দেখে কৌতূহল জাগতেই পারে এইভাবে উল্টো করে আপনি বিছানায় শোবেন কি ভাবে। তাই বলে রাখা ভালো বাড়িটি কেবল দর্শনের জন্য। এই বাড়ির মধ্যে থাকার কোন বন্দোবস্ত নেই। কেবল উল্টো বাড়ি না, পর্যটকদের মনোরঞ্জনের জন্য আছে একটি এক্সপ্রেস ট্রেনের কামড়াও।

যে কামড়ার একদিকে লেখা রয়েছে মেল এবং অন্যদিকে লেখা রয়েছে ফিমেল। আপনি চাইলে এই নকল ট্রেনের একপাশ দিয়ে ঢুকে অন্য পাশ দিয়ে বেড়িয়ে আসতে পারেন। এছাড়াও এখানে আছে বাচ্চাদের খেলার জন্য নাগরদোলা, টয়ট্রেন। আছে একটি ছোট্ট সুইমিং পুল। আলিপুরদুয়ারে গিয়ে পাহাড়, নদী, ঘন জঙ্গল,নানা ধরনের বন্য পশু পাখি তো সমস্ত পর্যটকের আকর্ষণের কেন্দ্র। তার ফাঁকে যদি একটা দিন সময় বের করে এই উল্টো বাড়ির দর্শন করেন তাহলে সে এক অন্যরকম অভিজ্ঞতা হবে। ভাবছেন কিভাবে যাবেন? ট্রেনে করে পৌঁছে যান ধুপগুড়ি সেখান থেকে গাড়ি করে যাওয়া যায় উল্টো বাড়িতে।

Related Articles