
The Trtuh of Bengla: বাঙ্গালিরা কিন্তু চিরকালই ভ্রমন পিপাসু আর তার সাথেই খাদ্য রসিকও বটে। তবে শুধু বাঙ্গালিরা নয় আজকাল অনেকেই আছে যারা বিভিন্ন জায়গায় ঘুড়ে বেড়াতে পছন্দ করেন। বাংলার এমন কোন জায়গা অবশিষ্ট থাকে না যেখানে তারা যান না। বিশেষ করে বাংলার যেসমস্ত ধর্মীয় স্থান সেখানে অনেকেই যেতে পছন্দ করেন। এমনই এক্যি ঐতিহ্য মণ্ডিত জায়গা হল মায়াপুর। এই মায়াপুর নদীয়া জেলায় অবস্থিত। আপনারা হয়তো জানবেন এটি শ্রীচৈতন্য মহাপ্রভুর জন্মস্থান নামে বিখ্যাত। এই মায়াপুর বাংলায় সেন রাজাদের আমলে নবদ্বীপ ছিল বাংলার রাজধানী। একটা সময় এই নবদ্বীপ ছিল শিক্ষার পীঠস্থান।
এখানেই জন্ম হয় শ্রীচৈতন্যদেবের। আপনি যদি একদিনের জন্য এমন কোনও জায়গায় যেতে চান যেখানে গেলে আপনি পাবেন ইতিহাসের কিছু ছোঁয়া, কিছু ধর্মীয় গন্ধ, কিছু শান্তির পরশ আর সাথে মনোরম পরিবেশ তাহলে কিন্তু একদিনের জন্য ঘুরে আসা যেতেই পারে মায়াপুর থেকে। এখানে আপনার দেখার মতো অনেক কিছুই আছে। যেমন ইসকন মন্দির, মায়াপুর ইস্কন চন্দ্রোদয় মন্দির, শ্রী শ্রী প্রভুপাদের সমাধি মন্দির, গোশালা এছাড়াও আরও অনেক কিছু। এই স্থানে আসার জন্য আনাকে প্রথমে শিয়ালদহ থেকে কৃষ্ণনগর লোকাল ধরতে হবে।
এরপর অটো বা ম্যাজিক গাড়ি করে স্বরূপগঞ্জের ঘাট পর্যন্ত আসতে হবে। এই ঘাট থেকে নদী পাড় হলেই মায়াপুর। এখানে আসলে সকলের জন্য থাকার ব্যবস্থাও আছে বিভিন্ন জায়গায়। যেমন ইসকন মন্দির চত্বরেই ১০০ টাকা থেকে ৫০০০ টাকা প্রতি দিন হিসেবে ঘর পেয়ে যাবেন। এমনকি এখানেই আপনার জন্য স্বছন্দে খাবাররের ব্যবস্থাও পেয়ে যাবেন। গীতা ভবন, গদা ভবন , নামহট্ট ভবনে খাবার পাওয়া যায়। দুপুরে ও রাত্রে খাবারের ব্যাবস্থা আছে। তাহলে একদিন আসবেন নাকি মায়াপুরের মায়া দেখতে।
Free Access