
The Truth of Bengal: প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর ঝাড়গ্রাম প্রকৃতি প্রেমীদের জন্য এক আদর্শ পর্যটনকেন্দ্র। যেদিকেই তাকাবেন শুধুই দেখতে পাবেন শাল, পিয়াশাল, কেঁদ গাছের জঙ্গল। এই অঞ্চলের পাশ দিয়ে বয়ে চলা নানান নদী যেমন সুবর্ণরেখা , কংসাবতি, ডুলুং ভ্রমণ পিপাসুদের কাছে এক বিশেষ আকর্ষণীয়। আর এই ঝাড়গ্রাম জেলার অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র হল ঝিল্লি পাখিরালয়। সামনেই শীত, আর শীত মানেই কারুর কাছে লেপ মুড়ি দিয়ে ঘুমানো, আবার কারুর কাছে শীত মানেই নানান অজানা ডেসটিনেশন ভ্রমণ। যারা সামনেই এই শীতের দিন গুলিতে সপ্তাহান্তের ছুটিতে ভ্রমণে যেতে যান তাদের কাছে এই ঝিল্লি পাখিরালয় এক অপূর্ব ডেসটিনেশন।
এই পাখিরালয় টি অবস্থিত ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর ব্লকের হাতিবাড়ির নিকট। এখানে গেলে দেখতে পাবেন নীল জলরাশি ঝিল্লি হ্রদ ও তার চারিপাশ ঘিরে রয়েছে অসংখ্য অজানা পাখি। জঙ্গলে ঘেরা দেড়শো বিঘা জমির ওপর অবস্থিত এই হ্রদ। শীতকালে গেলে তবেই দেখতে পাবেন পরিযায়ী পাখিদের কলতান। প্রকৃতির কোলে নৌকায় চেপে ঘুরে নিতে পারবেন এই অঞ্চল। হ্রদের ধারে রঙিন পাথর দিয়ে রয়েছে বসার জায়গা। যেখানে আপনি বসে সূর্যোদয় থেকে শুরু করে সূর্যাস্ত মত প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে পারবেন।
ঝিল্লি পাখিরালয়ের ভেতরে পিকনিক না করার নির্দেশ দিয়েছেন প্রশাসন। তবে যারা এখানে গিয়ে চান পিকনিক করতে তাদের মন খারাপ হওয়ার কোন কারণ নেই ঝিল্লি পার্কের বাইরে রয়েছে পিকনিক করার ব্যবস্থা। ভাবছেন তো তাহলে যাবেন কিভাবে? কলকাতা থেকে ট্রেনে করে পৌঁছে যান ঝাড়গ্রাম, সেখান থেকে সড়ক পথে পৌঁছে যান গোপীবল্লভপুর। এখানে প্রশাসনের তরফ থেকে পর্যটকদের কথা বিবেচনা করে অতিথি নিবাস চালু হয়েছে ।