ভ্রমণশিক্ষা

পর্যটন শিল্পে জোয়ার আনতে ট্যুরিস্ট গাইডদের প্রশিক্ষণ দিতে উদ্যোগী রাজ্য

Training of tourist guides

The Truth of bengal, Mou Basu : রাজ্যে এখন পর্যটন শিল্পে জোয়ার এসেছে। দেশের মধ্যে পর্যটন মানচিত্রে উল্লেখযোগ্য স্থান দখল করেছে বাংলা। ক্রমশ বাংলা বিদেশি পর্যটকদের কাছে অন্যতম আকর্ষণীয় স্থান হয়ে উঠছে। কেন্দ্রীয় সরকারের “ইন্ডিয়া: ট্যুরিজম স্ট্যাটিস্টিক্স অ্যাট এ গ্লান্স”-এর প্রকাশিত সমীক্ষা রিপোর্ট অনুযায়ী ২০২২ সালে বিদেশি পর্যটকদের বেড়াতে আসার নিরিখে তৃতীয় স্থানে আছে বাংলা। ২০১৯ সালে বিদেশি পর্যটকদের সংখ্যার নিরিখে পঞ্চম স্থানে ছিল বাংলা। একইভাবে কেন্দ্রের রিপোর্টে বলা হয়েছে, অন্য রাজ্য থেকে আসা পর্যটকদের নিরিখে ২০২২ সালে বাংলার স্থান অষ্টম। এই পরিস্থিতিতে রাজ্যের বিভিন্ন দ্রষ্টব্য স্থান পর্যটকদের কাছে তুলে ধরতে  তাই ট্যুরিস্ট গাইডদের বিশেষ প্রশিক্ষণ দেওয়ার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

পশ্চিমবঙ্গের জেলায় জেলায় ‘গাইড’দের বিশেষ প্রশিক্ষণের জন্য উন্নত মানের কোর্স বা পাঠক্রম তৈরি করেছে রাজ্যের পর্যটন দফতর। সূত্রের খবর, রাজ্যের পর্যটন ক্ষেত্রকে কয়েকটি ভাগে ভাগ করে গাইড তৈরির জন্য বিশেষ পাঠক্রম তৈরি করা হয়েছে। নদী, ঐতিহ্য তথা হেরিটেজ এবং সংস্কৃতি, অ্যাডভেঞ্চার, বন্যপ্রাণ ও ইকো-টুরিজম—আপাতত এই কয়েকটি ক্ষেত্রের জন্য পাঠক্রম তৈরি হয়েছে। রাজ্যের পর্যটন দফতরের তরফে ফেসবুক ও এক্স হ্যান্ডেলে পোস্ট করে ট্যুরিস্ট গাইডদের অফলাইনে আবেদন করে প্রশিক্ষণ নেওয়ার সুযোগ নিতে আহ্বান করা হয়েছে। জেলাশাসক বা মহকুমা শাসকের দফতরে অফলাইনে আবেদন করতে হবে। তবে বিস্তারিত জানার জন্য আপনাকে রাজ্য পর্যটন দফতরের ওয়েবসাইটের দিকে নজর রাখতে হবে।

ওয়াকিবহাল মহলের মতে, এই বাংলাতেই ছড়িয়ে রয়েছে বহু পর্যটন স্থান। কিন্তু সেগুলিকে পর্যটকদের সামনে তুলে ধরার মতো উপযুক্ত গাইড নেই। রাজ্যের সর্বত্রই উপযুক্ত গাইডের প্রয়োজন। আর ট্যুরিস্ট গাইড হিসাবে সরকারি কোর্স করা থাকলে আপনার কদরই আলাদা। আপনি যদি বেকারও হন তা’হলেও সরকার নির্ধারিত নির্দিষ্ট কোর্স করার পরে আপনি ইচ্ছা করলেই গাইডের কাজ করতে পারেন। পর্যটন মরসুমে আপনার আয় নেহাত মন্দ হবে না।ওয়েস্ট বেঙ্গল টুরিস্ট গাইড সার্টিফিকেশন স্কিমের আওতায় নির্দিষ্ট কোর্স করতে হবে। এরপর আপনি পর্যটন দফতর অনুমোদিত টুরিস্ট বলে গণ্য হবেন।

  • টুরিস্ট গাইডদের ২টি ক্যাটাগরি রয়েছে—১) নতুন টুরিস্ট গাইড- আপনি যদি নতুন এই পেশায় আসতে চান তবে আপনাকে সেভাবেই আবেদন করতে হবে। ২) অভিজ্ঞ টুরিস্ট গাইড- এক্ষেত্রে আপনি হয়তো তিন বছর এই সেক্টরে কাজ করছেন কিন্তু আপনি সরকারিভাবে প্রশিক্ষিত নন।
  • ২ রকমের কোর্স রয়েছে—১) ওয়েস্ট বেঙ্গল টুরিস্ট গাইড বেসিক কোর্স- এটা ১৯২ ঘণ্টার কোর্স। এখানে পর্যটনের গাইড হওয়ার জন্য আপনাকে কমপক্ষে যেটা প্রয়োজনীয় সেটা তুলে ধরা হবে। ২) ওয়েস্ট বেঙ্গল টুরিস্ট গাইড অ্যাডভান্স কোর্স- এটা ৯৬ ঘণ্টার কোর্স। এখানেও হেরিটেজ টুরিজম, ধর্মীয় পর্যটন,ইকো টুরিজম, ওয়াইল্ড লাইফ, রিভার টুরিজম, স্থানীয় রান্নাবান্না, সংস্কৃতি সম্পর্কে আপনাকে জানানো হবে।

কোর্স শেষ করার পরে আপনাকে পরীক্ষা দিতে হবে। এরপর আপনি গাইডের সার্টিফিকেট পাবেন।

টুরিস্ট গাইড হতে কী যোগ্যতা লাগবে-

  • প্রার্থীকে ১৮ বছর বয়স হতে হবে।
  • প্রার্থীকে মাধ্যমিক পাশ করতে হবে।তবে অভিজ্ঞ গাইডরা যদি এই প্রশিক্ষণ নিতে চান তবে ক্লাস এইট পাশ করলেই হবে।
  • বাংলার ইতিহাস, পর্যটন ও সংস্কৃতির সম্পর্কে আগ্রহ থাকতে হবে ও এবিষয় জ্ঞান থাকা আবশ্যক।
  • ব্যবহার হতে হবে নম্র ও ভদ্র।
  • আপনাকে অত্যন্ত সাবলীলভাবে কথা বলতে হবে। বাংলা ভাষায় দক্ষতা থাকতে হবে।
  • আপনি যে পর্যটন স্থানের উপর কাজ করবেন সেই জায়গার সম্পর্কে তথ্য জেনে তা পর্যটকদের কাছে সাবলীল ভাবে তুলে ধরতে হবে।